কেনা-বেচা
ঝালকাঠিতে জমি কেনা-বেচার মধ্যস্থতাকারীর রক্তাক্ত লাশ উদ্ধার
ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকা থেকে রিপন মল্লিক (৫৭) নামে জমি কেনা-বেচার মধ্যস্থতাকারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় লাশটি উদ্ধার করা হয়। তিনি এই এলাকার আলতাফ হোসেন মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, রিপন মল্লিককের লাশ পার্শ্ববর্তী আবুল কালাম মল্লিকের বসতবাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
এছাড়া তার মাথার পেছন দিকে আঘাতের কারণে জখম হয়ে রক্তাক্ত রয়েছে বলে জানিয়েছে ঝালকাঠি থানা পুলিশ। এ ঘটনায় আবুল কালামের স্ত্রী শিরিন বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রেখেছে।
আবুল কালাম সৌদি আরব প্রবাসী। আবুল কালামের বর্তমান বসতবাড়ি রিপন মল্লিকের মাধ্যমে কেনে।
পাওনা টাকা অথবা এই পরিবারের সঙ্গে রিপন মল্লিকের অভ্যন্তরীণ বিষয়ের সূত্র ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন: নাটোরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু হানিফ জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, রিপোর্ট প্রাপ্তির পরে আটক শিরিন বেগমকে জিজ্ঞাসাবাদের পরে প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে যমুনার তীর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
১১ মাস আগে
হবিগঞ্জে মোবাইল কেনা-বেচা নিয়ে সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জের বানিয়াচংয়ে মোবাইল ফোন কেনা-বেচা নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার আলমপুরে কমপক্ষে দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত মামুন মিয়া (৩৫) আলমপুর গ্রামের আমির হামজার ছেলে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দৌস মোহাম্মদ জানান, বৃহস্পতিবার রিপন মিয়া ও সোহেল মিয়া নামে দুই যুবকের মধ্যে মোবাইল ফোন কেনা-বেচা নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে স্থানীয় লোকজন দুই যুবককে শান্ত করেন। শুক্রবার বিকালে ওই বিষয় নিয়ে আবারও দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টার পর টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ভোলা-বরিশাল সীমান্তে চর দখল নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আহত ২০
২ বছর আগে