ডোমিনিকা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে শনিবার
ডোমিনিকার রোসেউ, উইন্ডসর পার্কে শনিবার থেকে শুরু হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে ইতোমধ্যে ডোমিনিকায় পৌঁছেছে বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচটি একই ভেন্যুতে রবিবার অনুষ্ঠিত হবে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ৭ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে ভয়ংকর এক সমুদ্রযাত্রা শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ডোমিনিকায় পৌঁছে বাংলাদেশ দল।
আটলান্টিকের ওপর দিয়ে পাঁচ ঘণ্টার ফেরি যাত্রায় বাংলাদেশ দলের অন্তত তিনজন অসুস্থ হয়ে পড়েন। তবে বিসিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, ডোমিনিকায় পৌঁছার পর সব খেলোয়াড়ই সুস্থ আছেন।
এই সিরিজের আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১৩টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। টাইগাররা ওয়েস্ট ইন্ডিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও একটিও জিততে পারেনি।
চলতি বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ সাত নম্বরে, আর বাংলাদেশ রয়েছে ঠিক তার পরে আট নম্বরে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুই দলই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ, মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ।
পড়ুন: টি-টোয়েন্টি দলে মেহেদী-তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিব
২ বছর আগে