মামা
চাঁদপুরে ভাগ্নিকে পৈশাচিক ‘নির্যাতন’, মামা-মামি আটক
চাঁদপুরে ভাই রাজিয়া ও বোন রিফাতকে দেখাশোনার জন্য আনা ভাগ্নি রুজিনাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে মামা-মামির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে চাঁদপুর শহরের মাদরাসা রোডের মামা রুবেল মোল্লার বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামা-মামিকে আটক করেছে পুলিশ। এরা হলেন— ওই বাড়ির রুবেল মোল্লা ও তার স্ত্রী রোকেয়া। রুবেল ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
নির্যাতনের শিকার রুজিনা চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আলী আহম্মদ ভুঁইয়ার মেয়ে। র্নিযাতিত রুজিনা রুবেলের আপন ভাগ্নি।
স্থানীয়রা জানায়, আপন মামাতো বোন শিশু রাজিয়া ও মামাতো ভাই প্রতিবন্ধী রিফাতকে দেখাশুনা করার জন্য গত ৬ মাস পূর্বে রুজিনাকে (২০) আনা হয় চাঁদপুর শহরের মাদরাসা রোডের মামা রুবেল মোল্লার বাসায়। আনার পর থেকে কারণে-অকারণে ভুল ধরে রুজিনার ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালায় মামি রোকেয়া বেগম। নির্যাতন সইতে না পেরে মামার বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রুজিনা। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখতে পায়। ঘটনা জানাজানি হওয়ার পর চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এসে মামা ও মামিকে আটক করে।
ওই এলাকার বাসিন্দা শিক্ষার্থী মোরশেদ আলম ও ফরহাদ হোসেন জানান, রুজিনা রাস্তার পাশে কান্না করতে থাকে। সে জানায়— তাকে কথায় কথায় নির্যাতন করা হয়, এজন্য মামার বাসা থেকে পালিয়ে এসেছে। পরে তার অবস্থা দেখে পুলিশকে বিষয়টি অবহিত করলে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার রুবেল মোল্লা ও তার স্ত্রী রোকেয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: বাবার বিরুদ্ধে চুরির অপবাদের প্রতিবাদ করায় কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন
রুজিনা বলেন, ‘গত ৬ মাস পূর্বে তাকে মামার বাসায় কাজ করার জন্য আনা হয়। কাজ করার সময় কারণে-অকারণে তার মামি মারধর করতেন। কোনো ভুল হলেই মারধর করতেন ও গালমন্দ করতেন। কাজ করলে ভুল হতেও পারে। আমাকে পুঁতা, কাঠ ও দা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। গত ৪ মাস এইভাবে মারধর করে।’
‘মামা কয়েকবার ওষুধ এনে দিয়েছে, কিন্তু জখম ভালো হয় না।’
২৬ দিন আগে
শিশু জায়েদকে মামার জিম্মায় দিতে নির্দেশ হাইকোর্টের
ময়মনসিংহের ভালুকায় বেঁচে যাওয়া দেড় মেহেদী হাসান ওরফে জায়েদকে তার মামার জিম্মায় দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে আদালত মামলাটি তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করার জন্য ভালুকার ওসি এবং ময়মনসিংহের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর মালয়েশিয়ান নাবিকের লাশ উদ্ধার
আগামী ২০ মের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল, সুরতহাল রিপোর্ট ও অন্যান্য তথ্য আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি এম আর হাসান ও বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বিষয়টি মানবিক বিবেচনায় আদালতে উপস্থাপন করি। আদালত স্বপ্রণোদিত আদেশ দিয়েছেন। আদালত ভিন্নরূপ দাবি না থাকায় শিশুটির তত্ত্বাবধান ও হেফাজতের জন্য তার মামার কাছে অস্থায়ীভাবে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, শিশুটির আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া এবং এ ব্যাপারে পদক্ষেপগুলো প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে হবে।
এছাড়া শিশুটির অভিভাবকত্ব নিয়ে সংশ্লিষ্ট আদালতে দরখাস্ত দাখিল ও নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জন আক্রান্ত
মাগুরায় বোনের বাসায় বেড়াতে গিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
৩২৩ দিন আগে
মতলবে মামাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাতে মামাকে খুন করার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ চরমাছুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঢাকার মোহাম্মদপুরে ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত
নিহত মামা মানিক একই গ্রামের পূর্বপাড়ার আরশাদ আলীর ছেলে। এদিকে স্থানীয়রা তাৎক্ষণিক ভাগ্নে আরিফকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে ভাগ্নে আরিফ ছুরি দিয়ে মামা মানিকের বুকে আঘাত করেন। এরপর মানিক মাটিতে লুটিয়ে পড়ে যান।
এ সময় মানিককে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ইউএনবিকে বলেন, রাতে থানায় নিহতের স্ত্রী কামরুন্নাহার সাথী বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় ঘাতক আরিফকে পুলিশ আটক করেছেন। থানায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে বাসচালকের সহকারী খুন
লক্ষ্মীপুরে স্ত্রী-শ্বশুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে
৫৬২ দিন আগে
পিরোজপুরে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় খালে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। বুধবার (২৯ মার্চ) দুপুরে জেলার ভান্ডারিয়া উপজেলার তেলাখালী ইউনিয়নের বর্ডার ব্রীজ খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো-নুর মোহাম্মদ (১১) জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামের ইসমাইল হাওলাদারের পুত্র এবং মো. হাসিবুল (১০) ঢাকার উত্তর বাড্ডা এলাকার ওসমান গণির পুত্র।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামে নানা বাড়িতে কয়েকদিন আগে ঢাকা থেকে বেড়াতে আসে হাসিবুল। দুপুরে হাসিবুল মামা নুর হোসেনের সঙ্গে গোসল করার জন্য বর্ডার ব্রীজ খালে যায়। গোসল করতে গিয়ে অনেক সময় বাড়িতে না আসায় বাড়ির লোকজন খোঁজা-খুজি করার পরে খাল পাড়ে ঘাটের পানির নিচ থেকে তাদের দুই জনকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার ডাক্তার অমিত হাসান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৭৩৪ দিন আগে
কুষ্টিয়ায় ভাগ্নের হাতুড়ির আঘাতে মামার মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরের চৌদুয়ার বিলপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে ভাগ্নের হাতুড়ির আঘাতে মামার মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আয়ূব আলী (৫৫) একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
অভিযুক্ত ভাগ্নে সাজু একই উপজেলার চৌদুয়ার বিলপাড়া এলাকার রাজ্জাক আলীর ছেলে।
আরও পড়ুন: মাদকাসক্ত ছেলের হাতুড়ির আঘাতে মায়ের মৃত্যু
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে আয়ূব আলী উপজেলার নিমতলা বাজার থেকে বাজার করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এই সময় চৌদুয়ার বিলপাড়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশের ঝোঁপ থেকে হঠাৎ হাতুড়ি নিয়ে হামলা করে অভিযুক্ত ভাগ্নে সাজু। পরে মামা আয়ূব আলীর মুখ ও মাথায় আঘাত করে পালিয়ে যায়।
এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আয়ূব আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মার যান।
এই ঘটনার পর থেকেই সাজু পলাতক রয়েছেন।
আরও পড়ুন: সম্পত্তির লোভে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পেটাল সন্তান!
এই ঘটনায় নিহতের ভাতিজা হুমায়ূন কবির বলেন, চাচার চিকিৎসা ব্যবস্থার জন্য দৌড়াদৌড়ি করায় থানায় অভিযোগ দিতে পারিনি। তবে বিষয়টি থানায় মৌখিকভাবে জানিয়েছি। এখন থানায় হত্যা মামলা দায়ের করা হবে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান,এখনও থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
১০০৪ দিন আগে