শিল্পাঞ্চল
জ্বালানি সংকট: শিল্পাঞ্চলসমূহে ভিন্ন ভিন্ন সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ সরকারের
সারাদেশের শিল্পাঞ্চলসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৃহস্পতিবার বিকালে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করেছে সরকার।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪(২) ধারার ক্ষমতাবলে সারা দেশের শিল্প প্রতিষ্ঠানের জন্য জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো।
পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে সারা দেশে শিল্প প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের দিন, বৈদ্যুতিক এলাকা এবং এলাকার নাম উল্লেখ করে দেয়া হয়েছে।
আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধির ব্যাখ্যা দিতে জনগণের কাছে যান, জ্বালানি বিভাগকে মন্ত্রিসভা
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিপিসি কার্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
২ বছর আগে
শ্রমিকদের বেতন দিতে শিল্পাঞ্চলে ৮ ও ৯ জুলাই ব্যাংক খোলা
ঈদুল আজহার আগে পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য শুক্র ও শনিবার (৮ ও ৯ জুলাই) গার্মেন্টস বেল্টের ব্যাংক শাখা খোলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গার্মেন্টস শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা ও নারায়ণগঞ্জের ব্যাংক শাখা শুক্র ও শনিবার পুরো দিন খোলা থাকবে।
পোশাক শ্রমিকদের রপ্তানি বিল পরিশোধের সুবিধার্থে চট্টগ্রাম মহানগর ও শিল্পাঞ্চলে ব্যাংকের শাখা খোলা রাখারও নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ব্যাংক শাখায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, আগামী ১০ জুলাই সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
পদ্মা সেতু উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক
২ বছর আগে