ঈদুল আজহার আগে পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য শুক্র ও শনিবার (৮ ও ৯ জুলাই) গার্মেন্টস বেল্টের ব্যাংক শাখা খোলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গার্মেন্টস শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা ও নারায়ণগঞ্জের ব্যাংক শাখা শুক্র ও শনিবার পুরো দিন খোলা থাকবে।
পোশাক শ্রমিকদের রপ্তানি বিল পরিশোধের সুবিধার্থে চট্টগ্রাম মহানগর ও শিল্পাঞ্চলে ব্যাংকের শাখা খোলা রাখারও নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ব্যাংক শাখায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, আগামী ১০ জুলাই সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
পদ্মা সেতু উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক