সঙ্গীতানুষ্ঠান
দুই চ্যানেলে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান
প্রতি বছরের মতো এ বছর ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। এবারে একসঙ্গে দুই চ্যানেলে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসছেন তিনি।
এটিএন বাংলার পাশাপাশি সংবাদ ভিত্তিক চ্যানেল এটিএন নিউজেও দেখা যাবে এই শিল্পীকে।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান। এ ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে এটিএন বাংলায় ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’।
এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।
অ্যালবামে রয়েছে- ভেঙ্গে চুরে ছারখার, তোমার হাঁসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপি চুপি কাছে এসে, তোমায় খুঁজে বেড়ায়, ঐ আকাশ নীলে দুই জন এবং রিমিক্স দাইমা-৩ শিরোনামের গান।
আরও পড়ুন: ঈদ-উল-আজহার বাংলা নাটক ২০২৩: যে নাটকগুলো দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
এছাড়াও অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় চারটি গজল।
এগুলো হলো- আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে।
৬৭৮ দিন আগে
জগজিৎ সিং স্মরণে মেসবাহর একক সঙ্গীতানুষ্ঠান
‘গজল সম্রাট’ জগজিৎ সিংয়ের ১১তম মৃত্যুবার্ষিকী আগামী ১০ অক্টোবর। উপমহাদেশের এই কিংবদন্তির প্রয়াণ দিবসে ক্যাপিটাল এফএম আয়োজন করেছে ‘গজল নাইট’।
যেখানে দিনটিকে বিশেষভাবে স্মরণ করতে তাকে উৎসর্গ করে গাইবেন তারই শিষ্য মেসবাহ আহমেদ।
আগামী সোমবার রাত ৯টা থেকে জাহান অরণ্যর উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ক্যাপিটাল এফএমের অফিসিয়াল পেইজ ও ইউটিউব চ্যানেল থেকেও এটি লাইভ হবে। শো চলাকালীন কমেন্ট করে দর্শক শ্রোতারা জগজিৎ সিং এর যে কোন গজল অনুরোধ করতে পারবেন।
আরও পড়ুন: আবারও আসিফ-লগ্নজিতার মেলবন্ধন
অনুষ্ঠানটি প্রসঙ্গে মেসবাহ আহমেদ বলেন, ‘এই অনুষ্ঠানটি আমার গুরুকে শ্রদ্ধা জানানোর ক্ষুদ্র প্রয়াস। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে আমিই প্রথম নিজ আয়োজনে তাঁর গজল শুনিয়েছিলাম আলিঁয়াস ফ্রাসেস, ঢাকার অডিটোরিয়ামে। কোন টিকেট বিক্রি না করে শুধু আমন্ত্রিত শ্রোতাদের জন্য। যা নিজ উদ্যোগ ও খরচে করা হয়েছিল জগজিৎ গুরুকে সম্মান প্রদান উপলক্ষে।’
গজলশিল্পী মেসবাহ’র জন্মদিন ছিল গত ২৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে রিলিজ দেয়া হয় এনামূল কবির সুজনের কথায় ‘আর দিওনা যন্ত্রণা’ শীর্ষক একটি গান। রূপকথা প্রোডাকশনের ব্যানারে রিলিজ পাওয়া এ গানটির সুর করেন মেসবাহ আহমেদ নিজেই এবং সঙ্গীতায়োজন ছিলেন প্রত্যয় খান। গানটি এরই মধ্যে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া তৈরি করেছে।
এদিকে মেসবাহ আহমেদ ব্যাস্ত আছেন তার সামনে বেশ কয়েকটি নতুন গান নিয়ে। এরমধ্যে তার লেখা, সুর ও সঙ্গীতায়োজনে রয়েছে গোলাম মোর্শেদের একাধিক গান। এছাড়া তানভীর তারেকের লেখা ও সুরে নভেম্বরে নতুন এক গান রিলিজ হবে।
আরও পড়ুন: ঢাকায় কোরিয়ান লাইভ মিউজিক কনসার্ট ১ অক্টোবর
আসিফের ‘মন ফোঁড়ন’ এ সাজ্জাদুর
৯৩৮ দিন আগে
এবারের ঈদেও গান শুনাবেন মাহফুজুর রহমান
প্রতি বছরের মতো এবারের ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান।
এ ধারাবাহিকতায় এবারের ঈদেও তাঁর গাওয়া একগুচ্ছ গান নিয়ে ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ৯টি গান।
পড়ুন: ঈদুল আযহার বাংলা সিনেমা ২০২২: সিনেমাপ্রেমিদের ঈদ আনন্দ
১০৩৪ দিন আগে