স্কুলছাত্রীকে ধর্ষণ
যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
যশোরে বিয়ের আশ্বাসে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুজন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার শহরের খালধার রোডপন্ডিত পুকুরপাড় এলাকায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা মামলায় উল্লেখ করেছেন,
মোবাইল ফোনে তার মেয়ের সঙ্গে সুজনের পরিচয় হয়। এক পর্যায় দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুজন ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস দেয় এবং ৬ ডিসেম্বর সকালে তাকে দেখা করার জন্য উপশহর শিশু হাসপাতালের সামনে যেতে বলে। সেখানে যাওয়ার পর সুজন তাকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে। রাত ৮টার দিকে ওই স্কুলছাত্রীকে তার ভাড়া বাসার তৃতীয়তলা বিল্ডিংয়ের নিচতলায় নিয়ে যায়। সেখানে রেখে রাতে তাকে ধর্ষণ করে। পরদিন সকাল ১০টার দিকে বিয়ের কথা অস্বীকার করে মেয়েটিকে বাসা থেকে বের করে দেয় সুজন।
এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়াসিফ আকবর জয় ভাড়া বাসা থেকে আসামি সুজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ: ভোলায় নুডুলস পার্টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২
নয়াপল্টনে পুলিশের অভিযানে নিহত ২, শতাধিক আহত, গ্রেপ্তার ৬০০: ফখরুল
সিলেটের ছাত্রদল নেতা রাজন গ্রেপ্তার
২ বছর আগে
যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
যশোরের শার্শা উপজেলায় ষষ্ট শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে (১৩) যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ সোমবার রাতে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক সাগর হোসেন (১৮) উপজেলার সোনাতনকাটি গ্রামের আখতারুল ইসলামের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, শনিবার রাতে উপজেলার বামুনিয়া সোনাতনকাটি গ্রামে এই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নাটোরে ‘পাকা বাহিনী’র নেতাসহ আটক ৩
সোমবার রাতে থানায় মামলা হলে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে সাগর নামে একজনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে তিন জন যুক্ত ছিলেন।
তারা হলেন- সোনাতনকাটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন হোসেন (১৮) ও কলারোয়া উপজেলার ধানঘুরা গ্রামের রেজাউল সর্দারের ছেলে নাহিদ হাসান (২৫)।
ওসি জানান,বামুনিয়া সোনাতনকাটি গ্রামের ওই মেয়েটি (১৩)শনিবার রাতে পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।এসময় ওই তিন যুবক তার মুখ চেপে ধরে পাশের পুকুর ধারের জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।পরে তারা পুকুরের পানিতে ডুবিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় মেয়েটির স্বজনদের হাঁকডাকে তারা পালিয়ে যায়।
মেয়েটির বাবা জানান,আমি গরিব ও ভ্যানচালক হওয়ায় ওরা আমাকে ঘটনা জানাজানি করলে জীবননাশের হুমকি দেয়।সোমবার রাতে সামাজিক বিচারের নামে গ্রামের প্রভাবশালীরা একটি ঘরে আমাদেরকে আটকে রাখে।পরে পুলিশ আমাদেরকে উদ্ধার করে।
আরও পড়ুন: বিয়ে করতে গিয়ে ভুয়া সাংবাদিকসহ আটক ৩
ওসি বদরুল আলম জানান, মঙ্গলবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়| আটক সাগরকে আদালতের মাধ্যমে হাজতের পাঠানো হয়েছে।
৩ বছর আগে
মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কিশোর গ্রেপ্তার
মানিকগঞ্জে ছয় বছরের কন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সিফাত হোসেন ওরফে শাকিল (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের বিচারক পারভেজ আহম্মেদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ওই কিশোর। পরে তাকে টঙ্গী শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে পৌর মেয়রের বিরুদ্ধে নার্সের মামলা
গ্রেপ্তার কিশোর সিফাত হোসেন ওরফে শাকিল মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম সানবান্দা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: গোসল করতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ ভাস্কর সাহা বুধবার দুপুরে এক সংবাদ সম্মেরনে এ তথ্য জানান।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
তিনি বলেন, শুক্রবার বিকালে সিফাত রহমান ওরফে শাকিল প্রতিবেশী স্কুলছাত্রী সিনহাকে খেলাধুলার কথা বলে বাড়ির আধা কিলোমিটার দূরে মন্টু মিয়ার কাঠ বাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় সিনহা চিৎকার ও বাড়িতে ধর্ষণের কথা বলে দেয়ার কথা বললে সিফাত তাকে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পরে তার কানের দুল ও রূপার চেইন নিয়ে যায়। এছাড়া সিনহাকে ওই বাগানের একটি মেহুগুনি গাছের সাথে গলায় গামছা পেঁচিয়ে শূকনা ঘাসপাতা দিয়ে ঢেকে রাখে। পরের দিন শনিবার সকালে ওই বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি জানান, ময়নাতদন্ত শেষে ওই শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদনে আসে এবং পুলিশ তদন্ত করে কিশোর সিফাতকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় শনিবার শিশুর নানা আব্দুল বারেক বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতনাম একটি মামলা করেন।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ ভাস্কর সাহা বলেন, মঙ্গলবার কিশোর সিফাত হোসেন ওরফে শাকিলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার সকালে তাকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে নেয়া হয়। পরে বিজ্ঞ আদালতে বিচারকের কাছে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে। পরে বিচারক তাকে টঙ্গী শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নিখোঁজ হয় মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা গ্রামের কৃষক আব্দুল হালিমের ছয় বছরের মেয়ে সিনহা আক্তার। পরের দিন শনিবার বাড়ির আধা কিলোমটার দূরে একটি কাঠ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
৩ বছর আগে
ভোলায় ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মাদরাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। আহত অবস্থায় ওই ছাত্রীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ বছর আগে
সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ, আরেকজনকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির (১৫) ছাত্রীকে ধর্ষণ এবং চতুর্থ শ্রেণির (১০) এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
৩ বছর আগে
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বগুড়ায় যুবক গ্রেপ্তার
দুপচাঁচিয়া উপজেলায় স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর শনিবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে
শরীয়তপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় থানায় মামলা
শরীয়তপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।
৪ বছর আগে
গোয়ালন্দে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
লালমনিরহাটে বিয়ের আশ্বাসে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, ৫ মাসের অন্তঃসত্ত্বা
জেলার কালীগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী শারীরিক ও মানসিক যন্ত্রণায় দিন পার করছে।
৪ বছর আগে