সামাজিক বিজ্ঞান
ঢাবি সামাজিক বিজ্ঞানের ডিন অধ্যাপক জিয়া রহমান আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
শুক্রবার দিবাগত ভোররাত (২৩ মার্চ) সোয়া ৪টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, ‘আজ (২৩ মার্চ) ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান।’
জোহরের নামাজের পর ঢাবি কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক জিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
আরও পড়ুন: প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই
৮ মাস আগে
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যা পূর্বে ‘খ’ ইউনিট নামে পরিচিত।
শনিবার দেশের আটটি বিভাগে পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।
আরও পড়ুন: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিতে ইউজিসিকে রাষ্ট্রপতির নির্দেশ
পরীক্ষার্থীদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে ৬০টি এমসিকিউ প্রশ্নের উত্তর এবং বাংলা ও ইংরেজি থেকে ৪০ নম্বরের লিখিত পরীক্ষার ৯০ মিনিটের মধ্যে উত্তর দিতে হয়েছিল।
এদিকে সকাল ১১টায় কলা অনুষদের পরীক্ষার হল পরিদর্শন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান।
তিনি বলেন, ‘আমরা নতুন পদ্ধতি অনুসরণ করে এবারের পরীক্ষার আয়োজন করেছি। পরীক্ষার নাম পরিবর্তন করে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দিয়েছি।’
এছাড়া কলা অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল বশীর এই পরীক্ষার সমন্বয় করছেন।
তিনি বরেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ৬৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসেছে এবং বাকি শিক্ষার্থীরা সাতটি বিভাগীয় শহর থেকে পরীক্ষায় বসেছে।
তিনি আরও বরেন, এ বছর মোট দুই হাজার ৯৩৮টি আসনের বিপরীতে মোট এক লাখ ২২ হাজার ৮৮৬জন আবেদনকারী পরীক্ষার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষা: রাবিতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
শনিবার থেকে খুবি উপকেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু
১ বছর আগে
ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৮.৫৮ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ২০২১-২০২২ সেশনের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান ফলাফল প্রকাশ করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের মোট এক হাজার ৭৮১টি আসনের বিপরীতে ৭১ হাজার ২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৬ হাজার ১১১ উত্তীর্ণ হয়েছেন।
আবেদনকারীর মধ্যে বিজ্ঞান শাখার ৪ হাজার ৮১১ জন, ব্যবসা শাখার এক হাজার ৫ জন এবং মানবিক বিভাগের ২৯৫ জন শিক্ষার্থী পাশ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) গিয়ে শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিলে ফলাফল জানা যাবে।
এছাড়া DU GHA টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করে ফিরতি SMS-এ শিক্ষার্থী ফলাফল জানতে পারবে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে 'সাবজেক্ট চয়েস ফর্ম' পূরণ করতে হবে এবং ৭ জুলাই বিকাল ৩টা থেকে ২৮ জুলাই বিকাল ৫টার মধ্যে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
পড়ুন: ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাসের হার ১০.৩৯ শতাংশ
ঢাবির ‘গ’ ইউনিটে পাসের হার ১৪.৩০ শতাংশ
২ বছর আগে