গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম
তৃতীয় টি-টোয়েন্টিতে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেটে স্পিনাররা সুবিধা পাবেন বলে মনে করেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় (বাংলাদেশ সময়) তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৫ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক দল। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে আজকের ম্যাচ জিততেই হবে।
ম্যাচের আগে মাহমুদউল্লাহ বলেন, ‘এই উইকেটে স্পিনাররা সুবিধা পাবে। আমি এর আগে এখানে ওয়ানডে খেলেছি এবং দেখেছি যে এই ভেন্যুটির উইকেট ঐতিহ্যগতভাবে শুকনো যা স্পিনারদের জন্য সহায়ক।’
তবে দলের একাদশ কেমন হবে তা এখনো ঠিক করতে পারেনি বাংলাদেশ।
তিনি বলেন, ‘আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। ম্যাচের দিন এখানে বৃষ্টি হলে পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। আমরা একাদশ নিয়ে পরে সিদ্ধান্ত নেব।’
পিচ শুষ্ক থাকলে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে একাদশে ফিরিয়ে আনতে পারে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে।
টি-টোয়েন্টি সিরিজের পর ১০ জুলাই থেকে দু’দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এবং ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।
পড়ুন: জিম্বাবুয়ে সফরে থাকছেন না সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিব
২ বছর আগে