অর্থহীন
‘অর্থহীন’ ফিরল অর্ধযুগ পর
এ দেশের ব্যান্ডপ্রিয় শ্রোতাদের কাছে ‘অর্থহীন’ বিশেষ এক নাম। যার অন্যতম কারণ ব্যান্ডের কর্ণধার দুস সালেহীন খালেদ সুমন। ভক্তরা যাকে ভালোবেসে ‘বেসবাবা’ বলেই ডাকেন।
তবে মাঝে অর্ধযুগ কোনও গান প্রকাশ হয়নি ব্যান্ডটির। সুমনের শারীরিক অসুস্থতার কারণে এই বিরতিতে যেতে হয় তাদের।
আরও পড়ুন: রকব্যান্ড ভ্যান হ্যালেনের গিটারিস্ট ক্যান্সারে মারা গেছেন
এ বছর সুস্থ হওয়ার পর সুমন ঘোষণা দিয়েছিলেন ‘অর্থহীন’-এর নতুন গান আসছে।
সেই অপেক্ষাও শেষ হলো দ্রুত। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।
প্রকাশ হলো ব্যান্ডের পরবর্তী অ্যালবাম ‘ফিনিক্স ডায়েরি-১’-এর প্রথম গান ‘আমার এ গান’–এর ভিডিও।
মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে স্যামসাংয়ের শোরুমে ব্যান্ডের সব সদস্যের উপস্থিতিতে গানের ভিডিও প্রকাশের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
ভিডিও প্রকাশ আয়োজনে সুমন বলেন, ‘প্রায় চার বছর আমরা গানের সঙ্গে ছিলাম না। সেই জায়গা থেকে নতুন গান করাটা প্রথমত চ্যালেঞ্জের ছিল। প্রথম গানটি কী হবে, সেটিই ছিল মূল ভাবনা। অর্থহীনের গান সবসময় সুর ও কথানির্ভর। শ্রোতারা যেন জীবনের সঙ্গে গানটি রিলেট করতে পারে, চেষ্টা ছিল সেভাবে গানটি করার।’
আরও পড়ুন: প্রতিষ্ঠার ১০ বছর পর অ্যালবাম নিয়ে এলো ‘ব্যান্ড স্টোন’
সুমন আরও বলেন, ‘অনেকদিন পর ফিরে এসে ভক্তদের যে ভালোবাসা পেয়েছি সেটি এড়াতে পারিনি। তাই এই গান তাদের সবার জন্য উপহার।’
২ বছর আগে
অর্থহীনের সাবেক ড্রামার রুমি রহমান আর নেই
মিউজিক ব্যান্ড অর্থহীনের সাবেক ড্রামার রুমি রহমান সোমবার সকালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
রুমি রহমান জনপ্রিয় এই ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ব্যান্ডটির প্রথম অ্যালবাম ত্রিমাত্রিকের অবিচ্ছেদ্য অংশ ছিলেন।
অর্থহীন ব্যান্ডের পক্ষ থেকে দেয়া এক শোকবার্তায় বলা হয়, ‘খবরটি শুনে আমরা গভীরভাবে মর্মাহত।’
রুমি দ্য ট্র্যাপ, আর্ক, দলছুট, আরণ্যক ও সিম্ফোনিয়ামের মতো ব্যান্ডের সঙ্গেও কাজ করেছেন।
আরও পড়ুন: এবারের ঈদেও গান শুনাবেন মাহফুজুর রহমান
রুমি ও পূজার কণ্ঠে জাহিদ আকবরের ‘সাত জনমের ভালোবাসা’
২ বছর আগে