লোহাগড়া
নড়াইলে ২২৮০ ইয়াবাজব্দ, গ্রেপ্তার ২
নড়াইলের লোহাগড়ার পানখারচর থেকে ইয়াবা কেনাবেচার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে দাবি র্যাবের।
আটকরা হলেন- মো. রুবেল সরদার (৩২) ও মো. শাহীন সরদার (৪৫)।
আরও পড়ুন: টেকনাফ সীমান্তে লক্ষাধিক ইয়াবা জব্দ, আটক ৩
র্যাব জানায়, লোহাগাড়া মার্কেটের পাশের একটি বাড়িতে দুই মাদক ব্যবসায়ীর মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় ২ হাজার ২৮০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করে।
নড়াইল লোহগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, জব্দ করা আলামত ও গ্রেপ্তারদের নড়াইলের লোহাগড়া থানায় পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৩৪ হাজার ইয়াবা জব্দ
ঢাকা বিমানবন্দরে ইয়াবা ট্যাবলেটসহ সৌদি প্রবাসী আটক
১ বছর আগে
নড়াইলে হিন্দু বাড়ি ও দোকান ভাঙচুর
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে শুক্রবার রাতে হিন্দু সম্প্রদায়ের অন্তত দুটি বাড়ি ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ জনতা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল বলেন, শুক্রবার হিন্দু সম্প্রদায়ের এক কলেজছাত্র ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করে একটি ফেসবুক পোস্ট করেন।
আরও পড়ুন: বরিশালে পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৭
এ খবর ছড়িয়ে পড়লে ওই রাতে স্থানীয় একদল লোকজন দিঘলিয়া বাজারে ভিড় করে এবং দুটি বাড়ি ও ছয়টি দোকান ভাংচুর করে। এই ইস্যুতে তারা একটি বাড়িতে আগুনও দেয় বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ‘ঝামেলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে’ বলেও যোগ করেন ওসি।
২ বছর আগে