চাঁদপুর-লাকসাম রেলপথ
চাঁদপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তিতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁদপুর-লাকসাম রেলপথের ওয়ারুক রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার (১৭) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আরও পড়ুন: ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু শুক্রবার
প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে যাচ্ছিল। ওই ট্রেনের ছাদে অন্য যাত্রীদের সঙ্গে পারভেজও ছিল।
এ সময় অসাবধানতাবশত সে ছাদ থেকে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি ইউএনবিকে বলেন, আমরা লাশটির খণ্ডগুলো উদ্ধার করেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ নিহত ৪
১ বছর আগে
হাজীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জে ঈদ স্পেশাল ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার বাকিলা এলাকায় রেললাইনের এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুল লতিফ (৪০) চাঁদপুর পৌর এলাকার ১১নং ওয়ার্ডের ইচলী এলাকার মৃত মো. আব্দুস সাত্তারের ছেলে।
আরও পড়ুন: স্বামীর জন্য খাবার নিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় স্ত্রী মৃত্যু
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুরাদ হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈদের বিশেষ ট্রেনটি চাঁদপুর পোঁছায়। এই সময় যাত্রী লতিফ ছাদ থেকে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান এবং ট্রেনের চাকার নিচে কাটা পড়ে মাথাসহ বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহত
ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেনসহ পুলিশ সদস্যদের পাঠিয়ে সন্ধ্যায় সাড়ে ৭টায় তার লাশ উদ্ধার করা হয়। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২ বছর আগে