লিটন দাসকে অধিনায়ক ও সাইফ হাসানকে সহ-অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি ছন্দ হারানো ব্যাটার জাকের আলি অনিক ও নাজমুল হোসেন শান্তর।
রবিবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে বেশ কিছু উল্লেখযোগ্য নাম বাদ পড়েছে।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো ফর্মে থাকলেও দলে জায়গা পাননি নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে বাদ পড়েছেন উইকেটকিপার–ব্যাটার জাকের আলি। সব মিলিয়ে ২০২৪ সালের বিশ্বকাপ দলে থাকা ৬ ক্রিকেটার এবারের আসর থেকে বাদ পড়েছেন।
অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ দলে নেই। সৌম্য সরকার ও তানভীর ইসলামও তাদের সঙ্গে বাদ পড়েছেন।
গত আসর থেকে ৯ ক্রিকেটার তাদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন। স্কোয়াডে সাতজন ব্যাটার, তিনজন স্পিনার এবং পাঁচজন পেসার রাখা হয়েছে।
নতুন করে দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফুদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি।
৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। লিটনদের শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে। নেপালের বিপক্ষে ম্যাচটি খেলবে ১৭ ফেব্রুয়ারি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।