সাবেক সচিব
নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দিন গ্রেপ্তার
চট্টগ্রাম থেকে সাবেক নির্বাচন কমিশন সচিব ও পিএসসির সদস্য হেলালুদ্দিনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে বায়োজিদ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিএমপির কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে বিদেশি পিস্তল জব্দ, গ্রেপ্তার তিন
জানা গেছে, ফ্যাসিবাদের অন্যতম সহযোগী রাতের ভোটের কারিগর ছিলেন সাবেক সচিব হেলালুদ্দিন। এই হেলালুদ্দিন ২০১৮ সালে ভোট ডাকাতি, ২০২৪ সালে দিনের ভোট রাতে নেওয়ার অন্যতম কারিগর।
পুলিশ জানায়, তাকে বুধবার রাতে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হাসিনার মন্ত্রীদের গ্রেপ্তারে সরকারের বিরুদ্ধে'লুকোচুরি'র অভিযোগ রিজভীর
১ মাস আগে
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক সচিব জাহাংগীর আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১ অক্টবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে জাহাংগীর আলমের পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুন: দেশে ফিরেই আটক সাবেক এমপি সুলতান মনসুর; ৫ দিনের রিমান্ডে
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে।
রিমান্ডের বিরোধিতা করে মো. জাহাংগীর আলমের জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মো. ইয়ার খান ও মোরশেদ হোসেন শাহীন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
এর আগে, গুলশান থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এরপর ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
২ মাস আগে
গাজীপুরে মেয়র পদে সাবেক সচিব নিয়াজউদ্দিনকে মনোনয়ন দিল জাতীয় পার্টি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।
সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জলিল ইউএনবিকে জানান, দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩ এপ্রিল পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশালে এবং ২ জুন রাজশাহী ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী মনোনয়ন আ. লীগের
বঙ্গবাজারে ব্যবসায়ীদের অনুদান দেওয়া হবে ২ কোটি টাকা: মেয়র তাপস
১ বছর আগে
সাবেক সচিব এটিএম শামসুল হক আর নেই
সাবেক সচিব ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এটিএম শামসুল হক বুধবার রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান শামসুল হক সকাল সাড়ে ৯টার দিকে বারডেম জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন মেয়ে রেখে গেছেন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জোহরের নামাজের পর ধানমন্ডিতে এই আওয়ামী লীগ নেতার প্রথম নামাজে জানাজা এবং দ্বিতীয় ও তৃতীয় নামাজে জানাজা যথাক্রমে কুমিল্লা ঈদগাহ ময়দানে এবং মাগরিবের নামাজের পর তার শিমপুর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
২ বছর আগে