চট্টগ্রাম থেকে সাবেক নির্বাচন কমিশন সচিব ও পিএসসির সদস্য হেলালুদ্দিনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে বায়োজিদ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিএমপির কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে বিদেশি পিস্তল জব্দ, গ্রেপ্তার তিন
জানা গেছে, ফ্যাসিবাদের অন্যতম সহযোগী রাতের ভোটের কারিগর ছিলেন সাবেক সচিব হেলালুদ্দিন। এই হেলালুদ্দিন ২০১৮ সালে ভোট ডাকাতি, ২০২৪ সালে দিনের ভোট রাতে নেওয়ার অন্যতম কারিগর।
পুলিশ জানায়, তাকে বুধবার রাতে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হাসিনার মন্ত্রীদের গ্রেপ্তারে সরকারের বিরুদ্ধে'লুকোচুরি'র অভিযোগ রিজভীর