ফসলের খেত
ফসলের খেত থেকে কৃষকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের ফসলের খেত থেকে কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নিজ গ্রামের ফসলের খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কৃষক সামছুল হক (৪৮) ওই গ্রামের মৃত জালাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: বান্দরবানে আটকে থাকা লিফট থেকে কিশোরীর লাশ উদ্ধার
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় কৃষক সামছুল হক নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি।
মঙ্গলবার সকালে নিজ গ্রামের ফসলের খেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে
বগুড়ায় ফসলের খেত থেকে যুবকের লাশ উদ্ধার
বগুড়ায় সদরের ফসলের খেত থেকে ২৮ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার উপজেলার লাহিড়ীপাড়ার রায় মাঝিড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহ আলম একই এলাকার আমজাদ হোসেনের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, শাহ আলমের বাড়ির ৫০০ গজ দূরে একটি খেত থেকে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: হাওরে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার লাশ উদ্ধার
ওসি জানান, প্রাথমিকভাবে আলমের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২ বছর আগে