চোর চক্র
সিরাজগঞ্জে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জ সদর উপজেলায় চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
শুক্রবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজুওয়ানুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঈদ উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির খাদ্যসামগ্রী বিতরণ
শহরের আল হামড়া আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- তারা হলেন- মাদারীপুরের জাকির হোসেন, আতিয়ার রহমান, রফিক ব্যাপারী ও ঝিনাইদহের সাধন কুমার বিশ্বাস।
সংবাদ সম্মেলনে বলা হয়, শহরের সুবিধাজনক বাসাবাড়িতে বা দোকান থেকে চুরি করার জন্য শহরের অনুন্নত মানের হোটেলে উঠেন তারা। সেখানে থেকে ওই চোর চক্রটি চুরি করে।
আরও বলা হয়েছে, আল হামড়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: অতিরিক্ত আইজিপি
সিলেটে নদী থেকে লাশ উদ্ধার
৭ মাস আগে
কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১টি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি মোটরসাইকেল চুরি করে রেজিস্ট্রেশন নম্বর প্লেট খুলে এবং চেসিস নম্বর মুছে দিয়ে ভারতীয় সীমান্তে বিক্রি করে আসছিল। এর বিনিময়ে তারা ভারতীয় গাঁজা ও ফেনসিডিল এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো।
আরও পড়ুন: গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
গ্রেপ্তারদের মধ্যে ছয়জনের নামে হত্যা, চুরি, ডাকাতি,অস্ত্র ও মাদকের মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গত কয়েকদিন আগে চোরাই মোটরসাইকেলসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: মতলবে জমির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৩
১ বছর আগে
কুড়িগ্রামে ২১ মামলার আসামিসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের জর্জ কোর্ট চত্বর এলাকা থেকে ১২টি চুরি ও ৯টি মাদক মামলার এক আসামিসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) আদালতের মাধ্যম আসামিদেরকে কারাগারে পাঠানো হবে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাসপাতাল পাড়া বস্তি এলাকার আসিফ ইকবাল (৪০), একই এলাকার সাদ্দাম (২৯) ও হরিকেস মধ্যপাড়ার হৃদয় (২৬)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের জর্জ কোর্ট চত্বর এলাকা থেকে ১২টি চুরি ও ৯টি মাদক মামলার আসামি আসিফ ইকবাল, তিনটি চুরি ও ছয়টি মাদক মামলার আসামি একই এলাকার সাদ্দাম এবং একটি চুরি ও তিনটি মাদক মামলার আসামি হৃদয়কে চোরাই মোটরসাইকেল ও চোরাই মালামালসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, এই চোর চক্রটি বিভিন্ন সময়ে কুড়িগ্রাম শহরে চুরি ও মাদক কারবারি করে আসছিল। পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এই চক্রটিকে হাতেনাতে গ্রেপ্তার হয়।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
আরও পড়ুন: না.গঞ্জে পাওয়ার প্লান্টের চীনা কর্মীদের আবাসস্থলে হামলা ও ডাকাতি, গ্রেপ্তার ৫
নাটোরে স্যান্ডেলের ভেতর থেকে ২১ লাখ টাকার হেরোইন জব্দ, নারীসহ গ্রেপ্তার ২
১ বছর আগে
রাজধানীতে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
রাজধানীতে রবিবার একটি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- অনিক হাসান (২২), নাহিদ হোসেন (১৯) ও নাদিম মোহাম্মদ সাগর (১৮)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেন জানান, রবিবার ডিবির একটি দল রাজধানীর বসুন্ধরা, ভাটারা এবং কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ সময় চুরি করা বিভিন্ন ব্রান্ডের ৪৫টি মোবাইল ফোন ও ১৫ লাখ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চবিতে ছাত্রী হেনস্তা: গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
গত ৫ জুলাই বসুন্ধরার যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলার সি ব্লকের সেফা ইন্টারন্যাশনাল শো-রুমে এই চুরির ঘটনা ঘটে বলেও জানান তিনি।
পরে গোয়েন্দা বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং সিসিটিভি’র ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে।
এ ঘটনায় ভাটারা থানায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
২ বছর আগে