আন্দোলন স্থগিত
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন স্থগিত
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত করেছেন কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) বিকেলে সচিবালয়ে সরকারের তিন সচিবের সঙ্গে কর্মচারীদের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত এসেছে।
বৈঠকে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, ‘তাদের সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তাদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরা হবে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (বুধবার) কোনো কর্মসূচি নেই। তারা আন্দোলন স্থগিত করেছেন। সরকার যা সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত। আমাদের কারো সঙ্গে কোনো বিরোধ নেই, আমরা সবাই সহকর্মী।’আরও পড়ুন: সচিবালয়ে আজ কোনো দর্শনার্থী ঢুকতে পারবেন না
এ সময় আন্দোলনকারীদের পক্ষে দুইজন কথা বলেন, তারাও আন্দোলনের স্থগিতের বিষয়ে সম্মত হয়েছেন বলে জানান।
সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন।
ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে বিকেল পৌনে ৩টায় সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
আন্দোলনের চতুর্থ দিনে মঙ্গলবার সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। এ কারণে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ এদিন নিষিদ্ধ করা হয়। গেটগুলোতে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। দুপুরের পর সাংবাদিকদের সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়।
১৯১ দিন আগে
কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত ঘোষণা
৬ দফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (২১ এপ্রিল) ৬ দফা দাবির বাস্তবায়ন নিয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেল অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন সারাদেশের কারিগরি শিক্ষার্থীরা। এতে জনদূর্ভোগের পাশাপাশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অস্থিরতা সৃষ্টি হয়।
এরপর সোমবার কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনের একদল প্রতিনিধি। এ সময় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৬ দফা দাবিতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র প্রতিনিধিদের ০৬ দফা দাবীর মধ্যে যৌক্তিক দাবীগুলো পূরণের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টিএমইডি) আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় আন্দোলনরত ছাত্রদের সকল কর্মসূচী প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব।
ইতোমধ্যে যৌক্তিক দাবীগুলো পূরণের লক্ষ্যে এ বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আইইবি, আইডিইবি এবং ছাত্র প্রতিনিধিসহ ০৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী দাবীগুলো পূরণে এ কমিটি সুপারিশ প্রণয়ন করবে। সেসব সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা শেষে ৬ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ঘোষণা দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ সময় আন্দোলনরত ছাত্রদের কর্মসূচী প্রত্যাহারের মাধ্যমে কারিগরি শিক্ষাঙ্গনে অস্থিরতা দূর হয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব।
২২৬ দিন আগে
রেলের অব্যবস্থাপনা: চলামান আন্দোলন স্থগিত করলেন রনি
বাংলাদেশ রেলওয়ের অনিয়মের প্রতিবাদে চলমান আন্দোলন স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
সোমবার রাতে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের সচিব ও মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন রনি।
রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে মিটিং থেকে বেরিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন রনি।
আরও পড়ুন: রেলের প্রতিবাদ: কমলাপুর স্টেশনে ঢুকতে রনিকে বাধা
মহিউদ্দিন রনি বলেন, বৈঠকে রেলের যাবতীয় অনিয়ম, অব্যবস্থাপনা উত্থাপন করেছি। তারা আমার দাবিগুলো বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন। আমার আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করছি।
রেলসচিব হুমায়ুন কবীর বলেন, রনির দাবির সঙ্গে রেলওয়েও একমত। রেলের টিকিট সিস্টেম আরও উন্নত করা হচ্ছে।। সিস্টেম উন্নত করার নির্দেশ দিয়ে সহজকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, রনিকে রেলের অংশীজন কমিটিতে রাখা হবে। যাতে তিনি তার পরামর্শ ফোরামে বলতে পারেন।
গত ৮ জুলাই ঈদুল আজহার ছুটিতে বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট কিনে SOHOZ.com-এর কাছে প্রতারিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন।
আরও পড়ুন: সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা ও উত্তরাঞ্চলে রেল যোগাযোগ চালু
যাইহোক, তিনি এই প্রতারণার অভিযোগ ভোক্তা অধিকার সংগ্রাহক পরিষদের কাছে করলে, তারা এটি তদন্ত করে এবং SOHOZ.com-কে দুই লাখ টাকা জরিমানা করে। যার মধ্যে থেকে রনিকে ২০ জুলাই ৫০ হাজার টাকা দেয়া হয়।
Shohoz-Synesis-Vincen JV এ চলতি বছরের ২২মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেম পরিচালনা শুরু করে। গত চার মাসে, সফলভাবে লাখ লাখ টাকায় লেনদেন মাধ্যমে টিকিটিং প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত হয়েছে।
১২২৮ দিন আগে