গুচ্ছভুক্ত
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের খালি আসনের তালিকা প্রকাশের নির্দেশ
বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনে প্রথম বর্ষে (সম্মান) গুচ্ছভুক্ত ভর্তিতে খালি আসনের তালিকা তৈরি ও প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মেধা তালিকায় থাকা ভর্তি বঞ্চিত তিন শিক্ষার্থীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এদিকে রুলে খালি আসন পূরণ না করে ভর্তি প্রক্রিয়া বন্ধ কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন।
আরও পড়ুন: হজ প্যাকেজের অতিরিক্ত খরচ কেন জনস্বার্থ পরিপন্থী নয়: হাইকোর্ট
আদেশে হাইকোর্ট বলেছেন, এক মাসের মধ্যে ইউনিট ভিত্তিতে খালি আসনের তালিকা প্রস্তুত এবং প্রকাশ করতে হবে।
আবেদনকারীরা মেধা তালিকা অনুসারে যোগ্য হলে তাদের ভর্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এবি এম ওয়ালীউর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
এবি এম ওয়ালীউর রহমান খান জানান, ২০২১-২০২২ সেশনে ৩০ জুলাই থেকে ২৩ আগস্ট ভর্তি পরীক্ষা হয়। রিট আবেদনকারীরা বিভিন্ন ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪ দশমিক ৫০ থেকে ৫১ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। আর ভর্তির জন্য সর্বনিম্ন স্কোর হচ্ছে ৩৫ নম্বর।
কিন্তু ভর্তিকৃত শিক্ষার্থীদের ফাইনাল তালিকা প্রকাশ না করে এবং বিভিন্ন আসন খালি থাকার পরও কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেয়। আসন খালি রেখে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা সঠিক নয়। এতে মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
আরও পড়ুন: দণ্ডপ্রাপ্ত ডিআইজি প্রিজন বজলুর রশিদের হাইকোর্টে জামিন
এছাড়া এসব বিষয়ে উল্লেখ করে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। কিন্তু তাতে সাড়া না পেয়ে শিক্ষার্থীরা রিট করেন। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে আদেশ দেন।
রিট আবেদনকারীরা হলেন-
বরিশালের ইমাম হোসেন, কুমিল্লার মো. ওয়হিদুর রহমান লিমন ও পটুয়াখালীর সাকিল হোসেন রাতুল।
বিবাদীরা হলেন-
শিক্ষা সচিব, ইসলামী, শাহজালাল, খুলনা, হাজী মোহাম্মদ দানেশ, মওলানা ভাসানী, পটুয়াখালী, কুমিল্লা, জাতীয় কবি কাজী নজরুল, যশোর, বেগম রোকেয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বরিশাল, রাঙামাটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, চাঁদপুর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব।
আরও পড়ুন: রকেটের গতিতে মামলা তদন্ত: সেই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের
১ বছর আগে
শাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের সিলেট অঞ্চলের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে ৮২০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭৫৯ জন যা শতকরা ৯২.৫ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬১ জন শিক্ষার্থী।
শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব মো. ইশরাত ইবনে ইসমাইল জানান, এ বছর শাবিপ্রবি কেন্দ্রের তিনটি ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৮হাজার ৬৭৭ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৫ হাজার ৫২৯জন, ‘বি’ ইউনিটে ২ হাজার ৩৩১ জন এবং ‘সি’ ইউনিটে ৮২০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তায়, ডিজিটাল জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল জানিয়েছেন ভর্তি পরীক্ষার শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক আমিনা পারভীন।
এদিকে পরীক্ষা চলাকালে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পড়ুন: বিদ্যুৎ সাশ্রয়ে শাবিপ্রবিতে সপ্তাহে ১ দিন অনলাইন ক্লাস
জ্বালানি সংকট: শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ২দিন ছুটি ঘোষণা নিয়ে ভাবছে সরকার
২ বছর আগে
ইবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত সমন্বিত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত চারটি পরীক্ষা কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইবিসহ দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
ইবিতে ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৩৪৭ জন। তবে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) এইচ.এম.আলী হাসানসহ পরিদর্শন টিমের সদস্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পড়ুন: ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ আগস্ট
ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত
২ বছর আগে