২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের সিলেট অঞ্চলের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে ৮২০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭৫৯ জন যা শতকরা ৯২.৫ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬১ জন শিক্ষার্থী।
শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব মো. ইশরাত ইবনে ইসমাইল জানান, এ বছর শাবিপ্রবি কেন্দ্রের তিনটি ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৮হাজার ৬৭৭ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৫ হাজার ৫২৯জন, ‘বি’ ইউনিটে ২ হাজার ৩৩১ জন এবং ‘সি’ ইউনিটে ৮২০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তায়, ডিজিটাল জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল জানিয়েছেন ভর্তি পরীক্ষার শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক আমিনা পারভীন।
এদিকে পরীক্ষা চলাকালে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পড়ুন: বিদ্যুৎ সাশ্রয়ে শাবিপ্রবিতে সপ্তাহে ১ দিন অনলাইন ক্লাস
জ্বালানি সংকট: শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ২দিন ছুটি ঘোষণা নিয়ে ভাবছে সরকার