শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল
চবি’র অবরোধ স্থগিত
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের আশ্বাসে অবরোধ স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখার পদবঞ্চিত ছাত্রলীগ নেতারা।
মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত ঘোষণা দেন।
এর আগে দুপুর ১২টার দিকে জিরো পয়েন্ট বিশ্ববিদ্যালয়ের মূল ফটক খুলে দেয় তারা।
আরও পড়ুন: ছাত্রলীগের অবরোধে চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ
আন্দোলনকারী পদবঞ্চিত নেতা সাখাওয়াত হোসেন বলেন, আমাদের নেতা মহিবুল হাসান নওফেল আমাদের আশ্বস্ত করেছেন। উনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলবেন। নেতার সম্মানার্থে আমরা চলমান অবরোধ প্রত্যাহার করেছি। যোগ্য ও ত্যাগী নেতারা কমিটিতে মূল্যায়িত হবে বলে আমি আশাবাদী।
আরও পড়ুন: চবিতে ছাত্রী হেনস্তা: হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
মেয়াদ শেষ হওয়ার পর চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই রবিবার মধ্যরাত থেকে বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি পালন করে আসছিল চবি ছাত্রলীগের একাংশ।
২ বছর আগে