সিএনজি ফিলিং স্টেশন
সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ সিসিকের ৫ শ্রমিক
সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার একটি সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে সিসিকের পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।
রবিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দগ্ধরা হলেন- সিলেট নগরীর ঘাসিটুলা বেতের বাজার এলাকার মো. জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া, একই এলাকার মো. মঙ্গল মিয়ার ছেলে লিটন মিয়া), মতি মিয়ার ছেলে আলম মিয়া, মিছির আলীর ছেলে মতি মিয়া ও রজনী চন্দ দাসের ছেলে সুভাষ দাস।
আরও পড়ুন: ঢাকার তোপখানায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
এদিকে এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন। কমিটির অন্যরা হলেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিভাগের অধ্যাপক ড. ফরহাদ মোহাম্মদ হাওলাদার এবং জালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারোশন) প্রকৌশলী সারওয়ার জাহান মাহমুদ।
ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, রবিবার বিকাল দিকে পাঠানটুলা এলাকার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের পাশে ড্রেন সংস্কারের কাজ করছিলেন সিলেট সিটি করপোরেশনের শ্রমিকরা।
এসময় এক শ্রমিক ফুয়েলিং স্টেশনের গাড়িতে গ্যাস দেওয়ার একটি মেশিনের কাছেই গ্র্যান্ডার মেশিন দিয়ে রড কাটছিলেন। এসময় আগুনের স্ফুলিঙ্গ গিয়ে স্টেশনটিতে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রাকের নিচে পড়লে সেখানে আগুন জ্বলে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন থেকে নগরীর ব্যস্ততম এ সড়কে কাজ চলাকালে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থাই নিশ্চিত করেনি সিসিক কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে আলাদা করে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করার কথা থাকলেও তা মানা হয়নি। এছাড়া এসব কাজের ক্ষেত্রে আগে থেকে ফায়ার সার্ভিসকে অবগত করারও বাধ্যবাধকতা রয়েছে। তবে এক্ষেত্রে তাও মানা হয়নি।
এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মোমিন মামুন বলেন, আমরা কাজ শুরুর আগে থেকেই সিএনজি পাম্প কর্তৃপক্ষকে পাম্প বন্ধ রাখার অনুরোধ করেছিলাম, কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। এছাড়া সিসিক প্রকৌশল বিভাগ স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়েও পাম্প কর্তৃপক্ষকে বোঝানো হয়। এ অবস্থায় তাদের সম্মতি না পেয়ে আমরা ৫/৬ মাস কাজ বন্ধও রেখেছিলাম। এরপর তারা আমাদের জানিয়েছেন আমরা যেদিন কাজ করব তাদের বললে তারা ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন: জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, গাড়িতে আগুন
মামুন আরও বলেন, রবিবার যখন আমরা কাজ শুরু করি তখনও পাম্প কর্তৃপক্ষকে জানিয়েছি। সারাদিন কোনো সমস্যা হয়নি। বিকালে তারা একটি জ্বালানি তেলবাহী গাড়ি আনলোড করতে গেলেই এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, তারা এভাবে জ্বালানি তেল আনলোড করবেন সেটা বললেও আমরা কাজ বন্ধ রাখতাম, কিন্তু তারা তা করেনি।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমে দায়িত্বরত ফায়ার ফাইটার সুহেল আহমদ বলেন, খবর পাওয়ামাত্র আমাদের একটি ইউনিট সেখানে যায়। তবে আমাদের কর্মীরা যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের প্রধান ডা. এম এ মান্নান জানান, অগ্নিদগ্ধ পাঁচজনের মধ্যে দুই জনের শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। বাকি দুইজনের ৩০ ভাগ আর একজনের ২৮ ভাগ দগ্ধ হয়েছে।
তিনি বলেন, এখনো চিকিৎসা চলছে, তবে প্রয়োজন পড়লে তাদের আইসিইউতে স্থানান্তর করা হতে পারে। অবস্থা খারাপ হলে প্রয়োজনে তাদেরকে ঢাকাতেও স্থানান্তর করা হতে পারে।
এ বিষয়ে নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিসিক প্রধান নির্বাহী ইফতেখার আহমেদ চৌধুরী।
এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমরা সার্বক্ষণিক এখানে আছি, দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে।
আরও পড়ুন: ঢাকার চকবাজারে ২টি দোকানের আগুন নিয়ন্ত্রণে
১১ মাস আগে
সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণে আহত ৯
সিলেটের মিরাবাজারে একটি সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ জন সিএনজি পাম্পের কর্মচারী। বাকি চারজন পথচারী। তারা হলেন- রিপন (৩৪), লুৎফুর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রাসিমল (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণ: আরও ৩ জেলের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনের জেনারেটর হঠাৎ বিস্ফোরিত হলে আগুন লেগে ৯ জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, পাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল। প্রাথমিকভাবে গ্যাসের ভাল্বের দুর্বলতার কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ
কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণের ঘটনায় আহত ১ জনের মৃত্যু
১ বছর আগে
বগুড়ায় সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুরের প্রতিবাদে দিনব্যাপী ধর্মঘটের ডাক
রবিবার গ্যাস না পেয়ে সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুরকারী আসামিদের গ্রেপ্তারের দাবিতে বগুড়ায় বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা ধর্মঘট ডেকেছে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটি।
সোমবার রাতে সংগঠনটির জরুরি বৈঠকে এই ধর্মঘটের সিদ্ধান্ত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল হক।
সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় দিনব্যাপী ধর্মঘট পালন করবেন তারা।
আরও পড়ুন: ইন্টার্নদের ওপর হামলা: ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের ধর্মঘট স্থগিত
সরকারি নির্দেশে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ থাকায় রাত ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় গ্যাস না দেয়ায় পাঁচ থেকে ছয় জন যুবক মেসার্স বগুড়া ফিলিং স্টেশনের এক নিরাপত্তারক্ষীকে মারধর করে। তখন যুবকেরা স্টেশন ভাঙচুর করে এবং ৭০ হাজার টাকা লুট করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।
২ বছর আগে