লুঙ্গি
কুড়িগ্রামে ৮ টাকার ভ্রাম্যমাণ শাড়ি-লুঙ্গির হাট
কুড়িগ্রামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভ্রাম্যমাণ শাড়ি-লুঙ্গির হাটের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর দিকে সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের কুমরপুর দাখিল উলুম মাদরাসা মাঠে শাড়ি-লুঙ্গি বিক্রি করে সংগঠনটি।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু
৮ টাকায় একটি শাড়ি, ৮ টাকায় একটি লুঙ্গি ও ২ টাকায় একটি ব্লাউজ পিস বিক্রি করা হয় সংগঠনের আয়োজনে।
৮ টাকায় শাড়ি পেয়ে আমেনা বেওয়া বলেন, বর্তমানে একটা শাড়ির দাম কমপক্ষে ৩০০ টাকা। সেই শাড়ি ৮ টাকায় পেয়ে খুব উপকার হলো।
লুঙ্গি পেয়ে হামিদ মিয়া বলেন, আমি এই ৬৫ বছর বয়সে কোনোদিনও দেখিনি ৮ টাকায় লুঙ্গি পাওয়া যায়। তাই ৮ টাকায় লুঙ্গি পেয়ে আমি খুব খুশি।
ভোগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, ফুল দীর্ঘদিন ধরে জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অসহায় বাবা-মাকে নিয়ে কাজ করছে। ফুলের আজকের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
ফুলের নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের বলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক সংগঠন ফুল শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এক যুগের বেশি সময় ধরে কাজ করে আসছে।
তিনি আরও বলেন, আমরা ত্রাণ নয়, বিনিময়ে উপহার দিয়ে মানুষের মানসিকতার পরিবর্তন আনতে চাই।
তাই অসহায় বাবা মায়ের কাছে মাত্র ৮ টাকার বিনিময়ে শাড়ি-লুঙ্গি বিক্রি করার ব্যবস্থা করছি।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় শ্যালিকা-দুলাভাই নিহত, আহত ৩
৭ মাস আগে
কুড়িগ্রামে ১০ টাকায় শাড়ি-লুঙ্গি, ২ টাকায় ব্লাউজ
কুড়িগ্রামে ১০ টাকায় শাড়ি ও লুঙ্গি এবং ২ টাকায় ব্লাউজ পিস বিক্রির আয়োজন করছে ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি বেসরকারি সংস্থা।
সোমবার (১ এপ্রিল) শহরের কলেজমোড়ের আউটার স্টেডিয়ামে এই আয়োজন করে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: ‘গরিবের কসাইখানায়’ ১০ টাকায় গরুর মাংস!
ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোঁটাতে আমরা তিন হাজার মানুষকে শাড়ি, লুঙ্গি ও ব্লাউজ বিতরণ করার পরিকল্পনা নিয়েছি।
তিনি বলেন, কুড়িগ্রাম পৌরসভার ১৫০ জনকে বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হলো। ঈদের আগেই বাকিদের বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, আমরা এলাকায় এলাকায় গিয়ে জরিপ করে নিম্ন আয়ের মানুষের তালিকা করে টোকেনের মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। এর আগে আমরা রমজানে ১০ হাজার মানুষকে ২ টাকায় ব্যাগ ভর্তি বাজার দিয়েছি। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
যুব উন্নয়ন অধিদপ্তরে উপপরিচালক আলী আর রেজা বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। মাত্র ১০ টাকায় শাড়ি-লুঙ্গি পাওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবেননি। এভাবে আরও অনেক সংগঠন ও বৃত্তবানরা দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে এই প্রত্যাশা করছি।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো
টাঙ্গাইলে ১০ টাকায় গাছ বিক্রি
৮ মাস আগে
লুঙ্গি পরা দর্শকটির সঙ্গে ‘পরান’ দেখবেন মিম
লুঙ্গি পরে এক দর্শক ‘পরান’ সিনেমা দেখতে হাজির হয়েছিলেন স্টার সিনেপ্লেক্সের মিরপুরে সনি স্কয়ার শাখায়। এ কারণে তার কাছে কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হয়নি।
খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেন ‘পরান’-এর নায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি দর্শকের ছবিটি প্রকাশ করেন লেখেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তার সাথে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু যোগাড় করে দেন প্লিজ। উনি লুঙ্গি পড়েই পরাণ দেখবে আমার টিম সহ।’
অন্যদিকে এমন ঘটনায় দুঃপ্রকাশ করেছেন স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে আমরা জানাতে চাই, আমরা গ্রাহকদের সাথে কোনো কিছুর উপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম।’
তারা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফলাফল। আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা, স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই ভদ্রলোককে তার পরিবারের সাথে আমাদের সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আরও জানায়, তার ঘটনার তদন্ত্য করছে। এমন ঘটনা যেন কখনও না ঘটে সেই প্রতিশ্রুতি দিয়েছে তারা।
পড়ুন: অ্যামাজন প্রাইমে বাংলাদেশের সিনেমা
ভিডিও নিয়ে বিতর্কের জবাব দিলেন তুষি
২ বছর আগে