বিভিওআরভিএমএ
সয়াবিন ও পাম তেলের দাম কমছে, কার্যকর বুধবার
দেশের ভোজ্যতেল পরিশোধনকারীরা তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ায় বুধবার থেকে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম কিছুটা কমবে।
মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ওএমএস-এর জন্য ২ কোটি ৯ লাখ লিটার তেল ও ৮ হাজার টন ডাল কেনা হবে
সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা কমে ১৫৯ টাকা হয়েছে।
বিভিওআরভিএমএ-এর মতে, সয়াবিন তেলের ৫ লিটার বোতলের দাম ৮৭৩ টাকা। যা আগের দাম থেকে ৪৩ টাকা কম।
পাম তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেলের দাম লিটার প্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো
আমদানিকৃত ভোজ্যতেলের ওপর ৫% ভ্যাট কমানোর মেয়াদ বাড়ল ৩০ এপ্রিল পর্যন্ত
৬৩৫ দিন আগে
সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির প্রস্তাব
সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ)।
গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) এই প্রস্তাব দেয় বিভিওআরভিএমএ।
প্রস্তাবে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৮০ টাকা, বোতলজাত লিটার প্রতি ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: ভ্যাট ফাঁকি রোধে ১০ হাজার ইএফডি বসাবে এনবিআর
ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান ইউএনবিকে বলেন, আগে যখন ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে তখন ডলারের দাম বিবেচনায় নেয়া হয়েছে। বিশ্ববাজারে দাম যতটা কমেছে দেশে সে অনুযায়ী দাম কমেনি।
তিনি বলেন, এখন প্রস্তাবটি পর্যালোচনা করা যেতে পারে। তবে মনে রাখতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ চাপের মধ্যে রয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ায় চাপ আরও বাড়বে বলে জানান তিনি।
৯৭৪ দিন আগে