গোলালগঞ্জ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
গোলালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনা সদস্য পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধুকে হত্যা করে।
সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও হাত তুলে দোয়া করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়ির উদ্দেশে যাত্রা করেন। উদ্বোধনের পর তিনি দ্বিতীয়বার পদ্মা সেতু পার হন এবং মাওয়া টোল প্লাজায় মোট ২৫ হাজার ৭৫০ টাকা পরিশোধ করেন।
টুঙ্গিপাড়া যাওয়ার পথে পদ্মা সেতুতে প্রধানমন্ত্রীর গাড়ি বহর কিছুক্ষণের জন্য থামে।
২ বছর আগে