খালে ডুবে
চট্টগ্রামে খালে ডুবে দুই শিশু নিখোঁজ
চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গী বাজার ফিশারি ঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
আরও পড়ুন: যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই শিশুর সন্ধান পাননি ডুবুরিরা। তবে দুই শিশুর নাম পরিচয় তাৎক্ষণিকভাব জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, তারা গোসল করতে নেমেছিল। প্রথমে এক শিশু পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে নামে। সেও পানির স্রোতে ভেসে যায়।
ঘটনাস্থল থেকে লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। এরপর আমাদের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাননি।
আরও পড়ুন: বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত: আইএসপিআর
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
৫ মাস আগে
চট্টগ্রামে খালে লাফিয়ে পড়ে ২ জনের মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চাক্তাই খালে লাফিয়ে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে জোয়ারের সময় খাতুনগঞ্জের সোনামিয়ার বিল্ডিং থেকে লাফ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তারা। পরে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
নিহতরা হলেন-বাকলিয়ার মহাজন পাড়ার বাসিন্দা মামুন (১৮) ও একই এলাকার হৃদয় (১৩)।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
ফায়ার সার্ভিস জানায়, একজনের গলায় রড ঢুকে এবং আরেক জনের খালের পানির নিচে থাকা প্লাস্টিকে আবর্জনায় পা আটকে গেলে ডুবে মারা যান।
আরও পড়ুন: যশোরে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, খাতুনগঞ্জের লোহার ব্রিজ এলাকায় জোয়ারের পানিতে লাফ দিয়ে মামুন ও হৃদয় নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দু’জনের লাশ উদ্ধার করে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ বছর আগে