বিদ্যুস্পৃষ্টে
পাখি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাছ থেকে পাখি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাসুম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার(২৭ মে) রাতে এই ঘটনা ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
মাসুম রূপগঞ্জ থানার কালি হাসান নগরের মো. কাইয়ুম মিয়ার ছেলে।
মাসুমের বাবা কাইয়ুম মিয়া বলেন, মাসুম সন্ধ্যার আগে বাড়ির পাশে একটি কবরস্থানের গাছে পাখির বাসা থেকে পাখি ধরতে গিয়ে বিদ্যুতের তারের স্পর্শ লেগে অচেতন হয়ে পরে মাসুম। খবর পেয়ে দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ওই কিশোরের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: বাগেরহাটে গাছচাপায় নারীর মৃত্যু
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
৬ মাস আগে
কিশোরগঞ্জে বিদ্যুস্পৃষ্টে ২ সহোদরের মৃত্যু
কিশোরগঞ্জের হাওরে জাতীয় শোক দিবসে দোকানে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ইটনা খাদ্য গুদামের সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইটনা সদর ইউনিয়নের নগরহাটি গ্রামের মৃত নেপাল কর্ম্মকারের ছেলে বিজয় কর্মকার (২৫) ও দুর্জয় কর্মকার (১৮)।
আরও পড়ুন: বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে বাস চালকের সহকারীর মৃত্যু
ইটনা থানা পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, ইটনা খাদ্য গুদামের সংলগ্ন সড়কে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে স্টিলের পাইপে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বড় ভাই বিজয়। এসময় বড় ভাইকে ছাড়াতে গিয়ে বিদ্যুতায়িত হন ছোট ভাই দূর্জয় কর্ম্মকার। পরে স্থানীয়রা দুই সহোদরকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
২ বছর আগে