ঢালিউড সুপারস্টার
৯ মাস পর দেশে ফিরলেন শাকিব খান
দীর্ঘ নয় মাস পর বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ১টায় (স্থানীয় সময়) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।
বিমান বন্দরে ঢালিউড সুপারস্টারকে বরণ করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভক্ত উপস্থিত হন। এসময় পুরো বিমানবন্দর এলাকা এবং উত্তরা ও বনানীসহ রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
অবতরণের পর শাকিব খান সাংবাদিকদের বলেন, ‘প্রিয় ভক্তদের কাছ থেকে এই ব্যাপক ভালোবাসা পেয়ে আমি বাকরুদ্ধ।’
এর আগে সোমবার শাকিব খান নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে তিনি লেখেন, ‘জীবন যখনই আমাকে একটি চ্যালেঞ্জের মুখোমুখি করেছে বা নিজেই যখন নিজেকে ভেঙে গড়ার একটি চ্যালেঞ্জ তৈরি করেছি-আমি সর্বদা সর্বশক্তিমানের রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসার মাধ্যমে জয়ী হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রে গত নয় মাস আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জ এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’
গত বছরের ১২ নভেম্বর শাকিব খান মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে 'রাজকুমার' নামের নতুন সিনেমার ঘোষণা দেন, যেখানে তার আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।
আগামী মাসে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘মায়া’-এর কাজ শুরু করবেন এই অভিনেতা। ছবিতে নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি। এর আগে শাকিব খান-পূজা চেরি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘গলুই’ সিনেমায়।
পড়ুন: প্রথমবার পর্দায় দীর্ঘ স্মৃতিচারণায় আইয়ুব বাচ্চুর স্ত্রী
শোক দিবসের বিশেষ নাটক ‘একজন কফিলুদ্দিন’
২ বছর আগে