ছাত্রদলের নেতা
নরসিংদীতে বহিষ্কৃত ছাত্রদলের নেতাকর্মীরা ভাংচুর করল বিএনপির কার্যালয়
নরসিংদী জেলা বিএনপির কার্যালয় ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের চিনিশপুরের বাসায় হামলা ও ভাঙচুর করেছে বহিষ্কৃত ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় হামলাকারীরা বিএনপি কার্যালয়ের গেটের সামনে এক টিভি সাংবাদিকের মোটরসাইকেলও ভাংচুর করে।
আরও পড়ুন: বরিশালে বাস টার্মিনালের দখল নিয়ে হামলা ভাংচুর
জেলা বিএনপির আহ্বায়ক খোকন বলেন, ‘হামলাকারীরা অপরাধী। প্রশাসনের নাকের ডগায় বারবার এই হামলা প্রমাণ করে প্রশাসন তাদের প্রশ্রয় দিয়েছে। আমরাও এদেশের নাগরিক, আমাদের নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব।’
দলীয় সূত্রে জানা গেছে, সকালে খোকন ঢাকা থেকে আসার পর ছাত্রদলের নেতাকর্মীরা জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ের প্রবেশপথ বন্ধ করে দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন।
পরে সব উপজেলায় বিএনপির ৮ এপ্রিলের কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভা করেন খোকন।
সভা শুরুর পরপরই একদল বহিষ্কৃত ছাত্রদল নেতা-কর্মী অস্ত্রে সজ্জিত হয়ে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালায় এবং পাঁচ-সাতটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়।
হামলাকারীরা চলে যাওয়ার পর বিএনপি কার্যালয়ের দিকে নিক্ষিপ্ত আট থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার করেন কার্যালয়ের তত্ত্বাবধায়ক।
খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ বিএনপি কার্যালয় পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
গত ২৬ জানুয়ারি থেকে বহিষ্কৃত ছাত্রদলের নেতাকর্মীরা খোকনের গাড়ি, বাড়ি ও জেলা বিএনপির কার্যালয়ে একাধিকবার হামলা চালায়।
আরও পড়ুন: বিএনপি কার্যালয়ে পুলিশ লুটপাট, ভাংচুর করেছে: খন্দকার মোশাররফ
বঙ্গবন্ধুর ছবি ভাংচুর, বিএনপির ২৫০ জনের বিরুদ্ধে মামলা
১ বছর আগে
পিস্তল-গুলিসহ কুষ্টিয়ায় ছাত্রদল নেতা আটক
কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণ থেকে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি সেক্টরের কাছ থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আটক খন্দকার তসলিম নিশাত (২২) জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব।
এই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে ছাত্রলীগের কমিটিতে ছাত্রদলের নেতা!
তবে খন্দকার তসলিম নিশাতের বাবা খন্দকার টিপু সুলতান দাবি, আটকের সময় তার ছেলের কাছে কোনো অস্ত্র ও গুলি পাওয়া যায়নি।
তিনি জানান, সোমবার আদালতে একটি মামলার হাজিরা দিয়ে এসে বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে চা পান করছিল নিশাত। সেখান থেকে তাকে ডিবি পুলিশ আটক করে।
২ বছর আগে