ব্যাগ
সারা দেশে পাটের ব্যাগের ব্যবহার চালু করতে হবে: সাখাওয়াত হোসেন
সারাদেশে পাটের ব্যাগের ব্যবহার চালু করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন আয়োজিত শীর্ষক মত বিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা
তিনি বলেন, সেজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। ২০১০ সালের পণ্যে পাট মোড়কের আইনটি সর্বতোভাবে বাস্তবায়ন শুরু করতে হবে।
উপদেষ্টা আরও বলেন, প্রথমে আটা, চাল ও ধানের ব্যাগ দিয়ে এর প্রয়োগ করা হবে। পরে সুপারশপগুলোতে প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে সার্বিক সহায়তা করা হবে।
প্রসঙ্গত, সভায় মত বিনিময়কালে পাট পণ্যে যুগোপযোগী প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার, অধিকতর গবেষণা, স্বল্প দাম ও সহজলভ্যতা, সহজ শর্তে ঋণ বা প্রণোদনার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সভায় বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আবুল হোসেন পাটখাতের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান রবিউল আহসান, মহাসচিব আব্দুল বারিক খান, পরিচাল ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এফআইআরে নাম থাকলেই গ্রেপ্তার নয়, পুলিশ আগে তদন্ত করবে: ডিএমপি কমিশনার
চট্টগ্রামে বন্যাপরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা জরুরি: উপদেষ্টা এ এফ হাসান আরিফ
৩ মাস আগে
প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার!
সিরাজগঞ্জের কামারখন্দে রাস্তার পাশে পড়ে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার জামতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে একজন কলার ফোন করে জানান, তার ছোট বোন তাদের বাড়ির রাস্তার পাশে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে ব্যাগের ভিতরে একটি নবজাতক শিশুকে দেখতে পায়।
কলার আরও জানান, শিশুটি এখনো জীবিত আছে। তাই শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন:হাসপাতালের সিঁড়ি থেকে নবজাতক উদ্ধার
এসময় ৯৯৯- কল টেকার কনস্টেবল জামাল উদ্দীন তাৎক্ষণিকভাবে কামারখন্দ থানায় বিষয়টি জানিয়ে দ্রুত শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) দানিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সংবাদ পেয়ে কামারখন্দ থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে পাঁচ/ছয়দিন বয়সী একটি ছেলে শিশুকে উদ্ধার করে।’
তিনি আরও জানান, ‘চিকিৎসার জন্য শিশুটিকে কামারখন্দ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।’
শিশুটির শারিরীক অবস্থা এখন আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।
আরও পড়ুন:খুলনায় কাপড়ের ব্যাগে মিলল নবজাতক!
সুনামগঞ্জে কবরস্থান থেকে নবজাতক উদ্ধার
২ বছর আগে