মেকানিক্যাল ডিভিশন
চট্টগ্রাম বন্দরের মাস্টার অপারেটর ও তার স্ত্রীর হিসাব জমার নির্দেশ দুদকের
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাস্টার অপারেটর (মেকানিক্যাল ডিভিশন) আজম খান ও তার স্ত্রীকে সম্পদের হিসাব জমা দিতে বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক ইউএনবিকে বলেন, এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে তাদের নিজের এবং তাদের নির্ভরশীলদের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি ঘোষণার বিবৃতি চাওয়া হয়েছে।
আয়ের উৎস এবং কীভাবে অর্জিত হয়েছে তার বিস্তারিত তথ্য নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দুদকের কাছে জমা দিতে হবে।
আরও পড়ুন:খুলনার খাদ্য পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
খুলনায় গোয়েন্দা কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
গ্রামীণ টেলিকম নিয়ে দুদকের তদন্ত শুরু
২ বছর আগে