চাঁপাইনবাবগঞ্জে
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ দু’টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ দুই জনকে আটক করেছে র্যাব।
রবিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রি কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো- রাজশাহীর হড়গ্রাম গুলজারবাগ এলাকার রেজাউল করিমের ছেলে দেলোয়ার হোসেন মিলন(২৬) ও কাশিয়াডাঙ্গা আদারিয়াপাড়া এলাকার মৃত মোতালেবের ছেলে সুজন(২৬)।
আরও পড়ুন: চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা সাড়ে ১১ কোটি টাকার গার্মেন্টস ফেব্রিক জব্দ
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রি কলেজ এলাকায় রবিবার রাত ১১ টার দিকে র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় দু’টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ দুইজন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: শার্শায় সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ
ভোলায় ২২ কোটি টাকা শুল্ক ফাঁকির ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ
১১০৬ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে করোনায় একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৯৯৭ দিন আগে
তীব্র শীতে শতবর্ষী বৃদ্ধাকে স্টেশনে রেখে পালিয়ে গেল স্বজনরা
দুর্বিষহ হাড় কাঁপানো শীতের মধ্যে শতবর্ষী এক বৃদ্ধাকে রেল স্টেশনে রেখে পালিয়ে গেছে তার স্বজনরা। প্লাটফর্মে ১৪ দিন থাকার পর রবিবার রাতে ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কিছুটা সুস্থ হলেও তার শারীরিক অবস্থা নিয়ে শংকায় রয়েছেন চিকিৎসকরা।
২১৯৭ দিন আগে