সিরিয়া
সিরিয়ায় আইএসের ল্যান্ড মাইন বিস্ফোরণে ৬ বেসামরিক নাগরিক নিহত
সিরিয়ায় একটি মারাত্মক স্থল মাইন বিস্ফোরণে রবিবার অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
বার্তা সংস্থা সানা বলেছে যে বিস্ফোরণটি বেসামরিক লোকদের আঘাত করেছে, যারা গ্রামাঞ্চলে ট্রাফল খুঁজতে যাচ্ছিল এবং দক্ষিণ দেইর ইজ-জোর প্রদেশে ইসলামিক স্টেট গোষ্ঠীর পুতে রাখা একটি স্থল মাইনকে এই ঘটনার জন্য দায়ী করেছে। এলাকাটি জঙ্গিদের সাবেক ঘাঁটি।
একদিন আগে সানা জানিয়েছে যে ছয়জন লোক - যারা ট্রাফলের সন্ধানে যাচ্ছিল - হোমসের পূর্বাঞ্চলীয় গ্রামাঞ্চলের মরুভূমিতে আইএসের রেখে যাওয়া একটি ট্যাঙ্ক বিধ্বংসী মাইন বিস্ফোরণে তারা নিহত হয়েছে।
ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রবিবার নিহতের সংখ্যা ৯ জন বলে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে যে এই ঘটনাটি ৩০ শিশু সহ যুদ্ধ থেকে অবশিষ্ট মাইন এবং অন্যান্য বিস্ফোরক বস্তুর বিস্ফোরণের ফলে এ বছর নিহত বেসামরিক লোকের সংখ্যা ১৩৯ -এ দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার সিরিয়ায় নিহত
ট্রাফলগুলো একটি মৌসুমী খাবার যা উচ্চ মূল্যে বিক্রি করা যেতে পারে। যেহেতু ট্রাফল শিকারীরা প্রত্যন্ত অঞ্চলে বড় দলে কাজ করে, তাই আইএস জঙ্গিরা বারবার তাদের ওপর হামলা করেছে। মরুভূমি থেকে তাদের অপহরণ করতে, কাউকে হত্যা করতে এবং অর্থের জন্য অন্যদের মুক্তিপণ দেওয়ার জন্য তাদের শিকার করেছে।
ফেব্রুয়ারিতে, আইএস স্লিপার সেলগুলো কেন্দ্রীয় শহর সুখনার কাছে ট্রাফল সংগ্রহকারী কর্মীদের আক্রমণ করে, এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়, যাদের বেশিরভাগই শ্রমিক এবং কিছু সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনীও ছিল।
আরও পড়ুন: সিরিয়ায় আইএসের হামলায় নিহত বেড়ে ৫৩
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার সিরিয়ায় নিহত
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের একজন কমান্ডার সিরিয়ায় নিহত হয়েছেন। বলা হচ্ছে ইসরায়েলি গুপ্তঘাতরা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
ইসলামিক জিহাদ গোষ্ঠীর সামরিক শাখা আল-কুদস ব্রিগেড ইজরায়েলকে উল্লেখ করে এক বিবৃতিতে বলেছে যে ৩১ বছর বয়সী আলী রামজি আল-আসওয়াদ রবিবার সকালে দামেস্কের গ্রামাঞ্চলে "জায়নবাদী শত্রুর কাপুরুষোচিত হত্যাকাণ্ডে বুলেটের আঘাতে নিহত হয়েছেন।’
রবিবারের কথিত হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
ইসলামিক জিহাদ এক বিবৃতিতে বলেছে যে আসওয়াদের পরিবার ১৯৪৮ সালে হাইফা শহর থেকে বাস্তুচ্যুত হয়েছিল এবং সিরিয়ার শরণার্থী শিবিরে বসতি স্থাপন করেছিল। যেখানেই তিনি যুবক হিসাবে সংগঠনে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: জেরুজালেমের সিনাগগে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে নিহত ৭
২০১৯ সালে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নির্বাসিত জীবনযাপনকারী ইসলামিক জিহাদের নেতৃত্বের সদস্য আকরাম আল-আজুরির বাড়িতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। আজুরির কোনো ক্ষতি হয়নি, তবে তার ছেলে ওই হামলায় নিহত হয়েছে বলে জানা গেছে।
গত মাসে দামেস্কের আবাসিক এলাকায় বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন বলে সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। ইসলামিক জিহাদের একজন কর্মকর্তা একটি বিবৃতিতে ইসরায়েলকে সতর্ক করেছেন যে ‘প্রতিরোধের নেতাদের হত্যার প্রচেষ্টার (অবিলম্বে) দেরি না করে একটি নিষ্পত্তিমূলক জবাব দেয়া হবে।’
ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত অংশের অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালিয়েছে। যার মধ্যে দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। তবে অভিযানগুলোকে খুব কমই স্বীকার করে বা আলোচনা করে।
আরও পড়ুন: সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সিরিয়ায় আইএসের হামলায় নিহত বেড়ে ৫৩
মধ্য সিরিয়ায় একটি সেনা তল্লাশি চৌকিতে এবং ছত্রাক সংগ্রহকারী বেসামরিক মানুষের ওপর ইসলামিক স্টেট গোষ্ঠীর(আইএস) হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এবং একটি যুদ্ধ বিরোধী পর্যবেক্ষক গোষ্ঠী এ তথ্য জানিয়েছে।
ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ বিরোধী পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার কেন্দ্রীয় শহর সুখনার কাছের হামলাটি ছিল এই বছরের এখন পর্যন্ত চরমপন্থী গোষ্ঠীর সবচেয়ে ভয়াবহ ।
অবজারভেটরি বলেছে যে সিরিয়ার সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকি এবং কাছাকাছি বন্য ছত্রাক সংগ্রহকারী লোকদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।এতে ৬১ বেসামরিক নাগরিক সহ ৬৮ জন নিহত হন।
আরও পড়ুন: পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনির মৃত্যু
এতে বলা হয়, আইএস যোদ্ধারা মোটরসাইকেলে করে ওই এলাকায় পৌঁছেছিল।
শুক্রবার সংস্থাটি জানিয়েছিল যে হামলায় ৪৬ জন নিহত হয়েছে।
সিরিয়ার সংঘাত পর্যবেক্ষণকারী অবজারভেটরি বলেছে, আইএস বন্দুকধারীরা ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের সুযোগ নেয়। তুরস্ক এবং সিরিয়ায় মারাত্মক ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হয়। সিরিয়া গত দুই সপ্তাহ ধরে ভূমিকম্পের দিকে বেশি মনোযোগ দিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা কেন্দ্রীয় শহর পালমিরার জেনারেল হাসপাতালের প্রধানকে উদ্ধৃত করে বলেছে যে তারা ৪৬ জন বেসামরিক নাগরিক এবং সাত সেনার লাশ পেয়েছে।
আরও পড়ুন: সিরিয়ার আলেপ্পোয় ভবন ধসে নিহত ১০
২০১৯ সালের মার্চে সিরিয়ায় তাদের পরাজয় সত্ত্বেও ইসলামিক স্টেট গুপ্তঘাতক দল এখনও সিরিয়া এবং ইরাকের চারপাশে আক্রমণ চালাচ্ছে। যেখানে একসময় তারা ‘খিলাফত’ ঘোষণা করেছিল।
শুক্রবার মার্কিন সামরিক বাহিনী বলেছে যে উত্তর-পূর্ব সিরিয়ায় তার বাহিনীর নেতৃত্বে একটি হেলিকপ্টার হামলায় ইসলামিক স্টেট গ্রুপের একজন সিনিয়র নেতা নিহত এবং চারজন আমেরিকান সেনা সদস্য আহত হয়েছেন। এতে নিহত আইএস কমান্ডারকে হামজা আল-হোমসি বলে শনাক্ত করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স ইরাকের সীমান্ত বরাবর উত্তর-পূর্ব এবং পূর্ব সিরিয়ায় যৌথ অভিযান চালায়।
আরও পড়ুন: গাজায় হামাসের ওপর ইসরায়েলি বিমান হামলা
ভূমিকম্প: সিরিয়ার কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের পাঠানো মানবিক সহায়তা প্যাকেজ হস্তান্তর
সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে যথাযথ সমন্বয় ও বিতরণের জন্য বাংলাদেশ সরকার ত্রাণ সামগ্রী ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিরিয়ার জনগণের জন্য মানবিক সহায়তা প্যাকেজ শনিবার বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সি-১৩০জে এর একটি বিশেষ ফ্লাইটে সিরিয়ার দামেস্কে পৌঁছেছে।
সিরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং সিরিয়ার স্থানীয় প্রশাসন ও পরিবেশ উপমন্ত্রী মোতাজ দুয়াজি দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।
মানবিক সহায়তা প্যাকেজে শুকনো খাবার, ওষুধ, কম্বল, তাঁবু এবং শীতবস্ত্র রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সিরিয়ার প্রতিপক্ষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সিরিয়ায় সফলভাবে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য এএফডি, বিএএফ এবং এমডিএমআর-এর সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় মানবিক সহায়তা প্যাকেজ পাঠানোর পুরো বিষয়টি সমন্বয় করেছে।
আরও পড়ুন: সিরিয়াতেও উদ্ধারকারী দল পাঠাতে পারে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তুরস্ক যাচ্ছে
তুরস্কে ২টি মেডিকেল ও উদ্ধারকারী দল পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভূমিকম্প: তুরস্ক, সিরিয়ায় নিহত ১৫ হাজার ছাড়িয়েছে
তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ভেঙে পড়া হাজার হাজার ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে উদ্ধারকারী দল। তবে উদ্ধার কার্যক্রম চলবে বলে জানিয়েছে তারা।
এক দশকেরও বেশি সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।
দুর্যোগ কবলিত অঞ্চলে আরও সাহায্য পাঠানোর জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বানের মধ্যে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান কাহরামানমারাসে একটি ‘তাঁবুর শহর’ পরিদর্শন করেছেন। মানুষ বাধ্য হয়ে সেখানে তাদের বাড়িঘর ছেড়ে তাবুতে বসবাস করছে।
তিনি প্রতিক্রিয়ার প্রথম দিকে ঘাটতি স্বীকার করেছিলেন। কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন যে কাউকে ‘রাস্তায় পড়ে থাকতে দেয়া হবে না।’
দুই ডজনেরও বেশি দেশের উদ্ধারকারী দল হাজার হাজার স্থানীয় জরুরী কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যের প্রতিশ্রুতি এসেছে। কিন্তু সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প এবং এর শক্তিশালী আফটারশকগুলো থেকে ধ্বংসের মাত্রা এতটাই বেশি ছিল যে সিরিয়ার চলমান গৃহযুদ্ধে বিচ্ছিন্ন এলাকাগুলো পর্যন্ত বিস্তৃত হয়েছে। যেখানে অনেকেই এখনও সাহায্যের জন্য অপেক্ষা করছেন৷
আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: ৯০০০ জনের বেশি নিহত
প্রাক্তন সাংবাদিক ওজেল পিকাল জানায়, তুরস্কের শহর মালতয়াতে উদ্ধার করা লাশগুলোকে মাটিতে পাশাপাশি রাখা হয়েছিল। কম্বলে আবৃত ছিল, যখন উদ্ধারকারীরা ধর্মীয় রীতি অনুযায়ী দাফন কিংবা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যানবাহনের আসার অপেক্ষা করছিলেন। এসময় তিনি ভবনের ধ্বংসাবশেষ থেকে আটটি লাশ উদ্ধার করার দৃশ্যও দেখেছিলেন।
পিকাল নিজেও উদ্ধার প্রচেষ্টায় অংশ নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, তাপমাত্রা মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস (২১ ফারেনহাইট) এ নেমে যাওয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু মানুষ ঠান্ডায়ও মারা যেতে পারে।
পিকাল টেলিফোনে এপিকে বলেন, ‘আজকের দিনটি সুখকর নয়, কারণ আজ পর্যন্ত মালত্যায় কোনো আশা নেই।’ ধ্বংসস্তূপ থেকে কেউ জীবিত বের হচ্ছে না।
পিকাল বলেন, শহরে একটি হোটেল ভবন ধসে পড়েছে, যেখানে শতাধিক লোক আটকে থাকতে পারে।
তিনি জানান, যে এলাকায় তিনি ছিলেন সেখানে উদ্ধারকারীদের ঘাটতি ছিল এবং ঠান্ডা স্বেচ্ছাসেবক ও সরকারি দলের উদ্ধার প্রচেষ্টা কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। এই অঞ্চলে
রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চলাফেরা ও প্রবেশাধিকারও ব্যাহত হয়েছে।
পিকাল বলেন, ‘ঠান্ডার কারণে আমাদের হাত কিছুই তুলতে পারে না। কাজের জন্য যন্ত্রপাতি প্রয়োজন।’
সিরিয়ায় এক দশকেরও বেশি গৃহযুদ্ধের কারণে একটি অঞ্চলে দুর্ভোগের মাত্রা খুবই বেশি ছিল। যুদ্ধের কারণে দেশের অভ্যন্তরে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেক মানুষ তুরস্কে আশ্রয় নিয়েছে। হাজার হাজার ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে কত মানুষ আটকা পড়ে থাকতে পারে তা স্পষ্ট নয়।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে আট হাজার পেরিয়েছে।
হোয়াইট হেলমেট নামে পরিচিত একটি স্বেচ্ছাসেবক সংগঠন জানায়, সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে সরকার-নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে কমপক্ষে এক হাজার ৪০০ জন মারা গেছে।
সোমবারের ভূমিকম্প এবং একাধিক শক্তিশালী আফটারশকের পর নিহতের মোট সংখ্যা ১১ হাজারে পৌঁছেছে। আহত হওয়ার সংখ্যা আরও কয়েক হাজার।
জাপানের কাছে ২০১১ সালে উৎপত্তি হওয়া একটি ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে প্রায় ২০ হাজার মানুষ মারা গিয়েছিল। তুরস্ক বা সিরিয়া এখনও নিখোঁজদের সংখ্যার পরিসংখ্যান প্রকাশ না করলেও ‘বিধ্বংসী’ ভূমিকম্পের পরে পোপ ফ্রান্সিস তার সাপ্তাহিক সাধারণ শ্রোতাদের প্রার্থনা এবং সংহতি প্রদর্শনের জন্য বলেছেন।
আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬৪০
সিরিয়ার কর্মকর্তারা বলেছেন, তুরস্কে ভূমিকম্পের সময় মারা যাওয়া ১০০ জনেরও বেশি সিরীয়দের লাশ বাব আল-হাওয়া সীমান্ত দিয়ে দাফনের জন্য দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সীমান্তের সিরীয় অঞ্চলের একজন কর্মকর্তা মাজেন আলুশ বলেছেন, আরও ২০টি লাশ সীমান্তে তাদের পথে রয়েছে। তিনি আরও বলেছেন, তারা সবাই সিরিয়ান শরণার্থী যারা যুদ্ধকালীন দেশ থেকে পালিয়ে গেছে।
এখনও আটকে পড়াদের জন্য উদ্বেগ বাড়ছে, তুরস্কে উদ্ধারকারী টিম পোলিশ জানায়, তারা ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করেছে, যার মধ্যে দুই সন্তানের বাবা-মা এবং ১৩ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
ভূমিকম্পের প্রায় দুই দিন পর উদ্ধারকারীরা ভূমিকম্পের উৎপত্তিস্থলের কেন্দ্র কাহরামানমারাসের একটি ধসে পড়া অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী ছেলে আরিফ কানকে উদ্ধার করে।
ছেলেটির শরীরের নীচের অংশ কংক্রিটের স্ল্যাব এবং পেঁচানো রডে আটকে থাকার কারণে ঠান্ডা থেকে রক্ষায় জরুরি কর্মীরা তার ওপর একটি কম্বল দিয়ে দেয়। কারণ আরেকটি ধসের আশঙ্কা মাথায় রেখে তারা সাবধানে তার কাছ থেকে ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে।
ছেলেটির বাবা এরতুগ্রুল কিসিকে আগেই উদ্ধার করা হয়েছিল। যখন তার ছেলেকে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল তখন তিনি কাঁদছিলেন।
তুর্কি টেলিভিশনে দেশে নাটকীয় উদ্ধারের ঘটনাটি সম্প্রচারের সময় একজন সাংবাদিক ঘোষণা করেছিলেন যে ‘আপাতত কাহরামানমারাসে আশার নাম আরিফ কান।’
কয়েক ঘন্টা পরে আদিয়ামান শহরে তার বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা ১০ বছর বয়সী বেতুল এদিসকে উদ্ধার করে। এসময় উপস্থিতরা করতালির দেয় এবং তার দাদা তাকে চুম্বন করেছিলেন। তাকে একটি অ্যাম্বুলেন্সে নেয়ার সময় তার সঙ্গে আদর করে কথা বলেছিলেন।
সোমবার বিকালে উত্তর-পশ্চিম সিরিয়ার একটি শহরে, বাসিন্দারা একটি কান্নারত নবজাতককে তার মৃত মায়ের সঙ্গে নাভির কর্ড দ্বারা সংযুক্ত দেখতে পান।
শিশুটির স্বজনরা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)কে জানিয়েছেন, ছোট্ট শহর জিন্ডারিসে একটি ভবন ধসে বেঁচে যাওয়া শিশুটির পরিবারের বাকি সবাই মারা গেছে।
কিন্তু এই ধরনের গল্পগুলো ভূমিকম্পের দুই পরও ছিল। সোমবার ভোরের এই ভয়াবহ ভূমিকম্প একটি বিশাল এলাকাকে ধ্বংস করে দেয়। হাজার হাজার বিল্ডিং ধসে পড়ে। হিমশীতল তাপমাত্রা এবং চলমান আফটারশকগুলো উদ্ধার প্রচেষ্টাকে জটিল করে তোলে।
তুরস্কে বেঁচে যাওয়া অনেককে গাড়িতে, বাইরে বা সরকারি আশ্রয়কেন্দ্রে ঘুমাতে হয়েছে।
২৭ বছর বয়সী আয়সান কার্ট এপিকে বলেছেন, ‘আমাদের তাঁবু নেই, গরম করার চুলা নেই, আমাদের কিছু নেই। আমাদের বাচ্চাদের অবস্থা খারাপ। আমরা সবাই বৃষ্টিতে ভিজে যাচ্ছি এবং আমাদের বাচ্চারা ঠান্ডায় বাইরে আছে। আমরা ক্ষুধা বা ভূমিকম্পে মারা যাইনি, তবে আমরা ঠান্ডায় জমে মরব।’
আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬৪০
সিরিয়ায় চলমান যুদ্ধ এবং রাশিয়া-সমর্থিত সরকারি বাহিনী বেষ্টিত সীমান্তে বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলকে বিচ্ছিন্ন করার কারণে সহায়তা প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। সিরিয়া নিজেই যুদ্ধের সঙ্গে যুক্ত পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে আন্তর্জাতিকভাবে একটি পরিত্যক্ত এলাকা।
অঞ্চলটি প্রধান ফল্ট লাইনের ওপরে থাকায় প্রায়শই ভূমিকম্পে কেঁপে ওঠে। ১৯৯৯ সালে উত্তর-পশ্চিম তুরস্কে অনুরূপ শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১৮ হাজার মানুষ নিহত হয়েছিল।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে।
তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: ১৯০০ জনের বেশি নিহত
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ভোরে একটি শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এসময় শত শত ভবন ধসে পড়ে এবং এতে ১৯০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন।
এখনও শতাধিক লোক ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা ওই অঞ্চলগুলোর বিভিন্ন শহর ও নগরে ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এপি আরও জানিয়েছে, সীমান্তের উভয় পাড়ের বাসিন্দারা ভূমিকম্পের পর খোলা আকাশের নিচে আশ্রয় নেয়, কারণ ভূমিকম্পের পর ভবনগুলো ধসে পড়তে থাকে এবং শক্তিশালী আফটারশক চলতে থাকে।
আরও পড়ুন: তুরস্কে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬৪০
সিরিয়ার আলেপ্পোয় ভবন ধসে নিহত ১০
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে রবিবার ভোরে একটি ভবন ধসে এক শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-সমর্থিত কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের নিয়ন্ত্রণাধীন শেখ মাকসুদ পাড়ায় প্রায় ৩০ জন লোক বাসকারী পাঁচতলা ভবনটি রাতারাতি ধসে পড়ে।
কয়েক ডজন দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান করেন।
আরও পড়ুন: সিরিয়ার তাঁবু বসতিতে গোলাবর্ষণ, নিহত ৬
সিরিয়ার আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সংবাদ সংস্থা হাওয়ার নিউজ জানিয়েছে, সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সিরিয়ার ১১-বছরের সংঘাতের সময় আলেপ্পোর অনেক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। যাতে লক্ষাধিক মানুষ প্রাণ হারান এবং দেশের ২৩ মিলিয়ন প্রাক-যুদ্ধ জনসংখ্যার অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
যদিও প্রেসিডেন্ট বাশার আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সরকার সশস্ত্র বিরোধী দলগুলোর কাছ থেকে আলেপ্পো শহর পুনরুদ্ধার করেছে। শেখ মাকসুদ কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কিছু পাড়ার মধ্যে রয়েছেন।
আলেপ্পো সিরিয়ার বৃহত্তম শহর এবং একসময় এটি বাণিজ্যিক কেন্দ্র ছিল।
আরও পড়ুন: সিরিয়ায় হামলায় নিহত ১০, কুর্দি বাহিনীর হাতে ৫২ জঙ্গি গ্রেপ্তার
কুখ্যাত ফরাসি সিরিয়াল কিলার নেপালের কারাগার থেকে মুক্ত
সিরিয়ার তাঁবু বসতিতে গোলাবর্ষণ, নিহত ৬
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের উত্তর-পশ্চিমাঞ্চলে রবিবার ভোরে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতে কমপক্ষে ছয়জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।
২০২০ সালের মার্চ মাসে রাশিয়া ও তুরস্কের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর বিদ্রোহীরা ইদলিবের এই তাঁবু বসতিতে বাস করতে শুরু করে। তাঁবু বসতি ইদলিবের প্রাদেশিক রাজধানী থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত।
গত দুই বছরে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে এবং বহু মানুষ নিহত ও আহত হয়েছে।
আরও পড়ুন: সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১৩
যুদ্ধের পর্যবেক্ষক ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে সরকারি বাহিনী রবিবার সকালে মারাম ক্যাম্পসহ বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে প্রায় ৩০টি রকেট ছুড়েছে, এতে ছয়জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।
এতে বলা হয়েছে যে নিহতদের মধ্যে দুটি শিশু এবং একজন নারী রয়েছে।
অবজারভেটরি জানিয়েছে, বিদ্রোহী দলগুলো ইদলিবের পূর্বে সারাকিব ও আল-গাব সমভূমিতে কামান ও ক্ষেপণাস্ত্র দিয়ে সরকারি বাহিনীর ওপর হামলা চালায়।
বিরোধীরা সিরিয়ান সিভিল ডিফেন্স বা হোয়াইট হেলমেট নামেও পরিচিত।
তারা জানিয়েছে, রাজধানীর পশ্চিমে অন্তত ছয়টি ক্যাম্প লক্ষ্য করে গোলাবর্ষণে দুই শিশু এবং একজন নারীসহ ছয়জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে।
সরকারপন্থী শাম এফএম রেডিও স্টেশন বলেছে যে সিরিয়ার সরকারি বাহিনী ইদলিবের সবচেয়ে শক্তিশালী জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা-সংশ্লিষ্ট হায়াত তাহরির আল-শাম গ্রুপের অবস্থানে গোলাবর্ষণ করেছে।
এতে বলা হয়, সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমানও ওই এলাকায় হামলা চালায়।
২০১১ সালের মার্চ মাসে সিরিয়ার সংঘাত শুরু হয়েছিল এবং তখন থেকে কয়েক লাখ লোককে হত্যা করা হয়। এরপর থেকে দেশের ২৩ মিলিয়ন প্রাক-যুদ্ধ জনসংখ্যার অর্ধেক বাস্তুচ্যুত হয়েছে এবং সিরিয়ার বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
আরও পড়ুন: সিরিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে ৩৪ জনের মৃত্যু
সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলা
সিরিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে ৩৪ জনের মৃত্যু
সিরিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে ৩৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন থেকে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৩৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। জাহাজটিতে থাকা বিশ জনকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা উপকূলীয় শহর টার্তুসে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: লিবিয়া থেকে ইতালি আসার পথে নিহত ৭ অভিবাসীর পরিচয় শনাক্ত
মন্ত্রণালয় জানায়, নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সূত্রের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, নৌকাটিতে লেবানিজ, সিরিয়ান ও অন্যান্য দেশের ১২০-১৫০ জন অভিবাসী ছিল। তারা সাইপ্রাসের উদ্দেশে রওনা হয়েছিল।
আরও পড়ুন: বাহামাস উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু
ইতালি যাওয়ার পথে ৭ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২৮০
সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলা
সিরিয়ার পূর্বাঞ্চল দেইর ইজ-জোরে মঙ্গলবার ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ড সমর্থিত মিলিশিয়াদের ব্যবহৃত অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা করেছে মার্কিন সামরিক বাহিনী।
তাৎক্ষণিকভাবে সিরিয়া এবং ইরান এ হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুচিনো এক বিবৃতিতে বলেছেন, ‘আজকের হামলা মার্কিন কর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজন ছিল।’
কর্নেল বলেন, এই হামলাটি ছিল ১৫ আগস্ট মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার প্রতিক্রিয়া। ওই হামলায় ইরান-সমর্থিত মিলিশিয়ারা আমেরিকান বাহিনীর ব্যবহৃত আল-তানফ গ্যারিসনকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে বলে অভিযোগ।
মার্কিনস সেন্ট্রাল কমান্ড সেই হামলায় কোনো হতাহতের ঘটনা এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে।
দেইর ইজ-জোর একটি কৌশলগত প্রদেশ যেখানে ইরাকের সীমানা এবং তেলক্ষেত্র রয়েছে। ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী এবং সিরিয়ান বাহিনী এই এলাকা নিয়ন্ত্রণ করে।
পড়ুন: ‘ভুল’ করে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: ভারতীয় বিমানবাহিনীর ৩ কর্মকর্তা বরখাস্ত
যুদ্ধ: ইউক্রেনে রেকর্ড মানবিক সহায়তা সংকটের মুখে জাতিসংঘ