গ্রুপ
তিন মামলায় ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তার জামিন
ট্রান্সকম গ্রুপের শেয়ার আত্মসাৎ, সম্পত্তি দখল ও শেয়ার হস্তান্তরের পৃথক তিন মামলায় প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তার প্রত্যেককে তিন হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
মামলার আসামিরা হলেন- ট্রান্সকম গ্রুপের নির্বাহী পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ল) ফখরুজ্জামান ভূঁইয়া, কর্পোরেট ফাইন্যান্স বিভাগের দুই পরিচালক কামরুল হাসান ও আবদুল্লাহ আল মামুন, কোম্পানির সহকারী সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সচিব) আবু ইউসুফ মো. সিদ্দিক।
এর আগে মামলার তদন্ত সংস্থা পিবিআই গ্রেপ্তারদের আদালতে হাজির করে আবদুল্লাহ আল মামুনের পাঁচ দিন করে রিমান্ড ও বাকি চারজনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড দাবি করে।
আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত প্রত্যেকের জামিন মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ট্রান্সকম গ্রুপের দুই পরিচালকসহ পাঁচ শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহানুর রহমান জানান, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাহজরেহ হক বাদী হয়ে গুলশান থানায় তিনটি মামলা করেন।
আরও পড়ুন: রাতেই চিনির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করল সরকার
১০ হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি ও কোম্পানির শেয়ার সংক্রান্ত বিরোধের জেরে তিনি তার বড় বোন, ট্রান্সকম গ্রুপের সিই্ও তার মা শাহনাজ রহমান এবং ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান সিমিন রহমানের ছেলে ট্রান্সকম গ্রুপের হেড অব ট্রান্সফরমেশন জারিফ আইয়াত হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, মিথ্যা কাজের মাধ্যমে সিমিন ও তার সহযোগীরা তার বাবা লতিফুর রহমানের প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পত্তি অন্যায়ভাবে দলিল জালিয়াতির মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছিল।
শাহজরেহ অভিযোগ করেন, মৃত্যুর আগে তার বাবা একাধিক ব্যাংকের এফডিআর বাবদ প্রায় ১০০ কোটি টাকা রেখে গেছেন।
তিনি অভিযোগ করেন, তার মা শাহনাজ রহমান ও বোন সিমিন রহমান অসমভাবে এফডিআর বিতরণ করেন।
বাকিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতে সহায়তা করার অভিযোগ রয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার বড় বোন সিমিন রহমান ট্রান্সকম লিমিটেডের ২৩ হাজার ৬০০ শেয়ার জালিয়াতির মাধ্যমে নিজের নামে নেন এবং তাকে ও তার ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে বঞ্চিত করেন।
তবে বাদী দাবি করেন, তিনি বা তার ভাই কখনো হস্তান্তর দলিলে স্বাক্ষর করেননি।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হলেও তারা তাতে কর্ণপাত করেননি।
শাহজরেহ আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এই সমস্ত নথি জাল করেছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য ইউএনবির পক্ষ থেকে আসামিদের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: আওয়ামী লীগের পতন অনিবার্য মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
মিয়ানমার সীমান্তে আগের মতো পরিস্থিতি সৃষ্টি হবে না: পররাষ্ট্রমন্ত্রী
৮ মাস আগে
মারা গেছেন এসকোয়্যার গ্রুপের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন
এসকোয়্যার গ্রুপের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
শনিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোফাজ্জল হোসেনের ছেলে ও এসকোয়্যার গ্রুপের নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হাবিব এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: মারা গেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ
সোমবার বাদ জোহর ঢাকার ধানমন্ডি-৭ বায়তুল আমান জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজা এশার নামাজের পর মানিকগঞ্জের দেওবাগের মৃধাবাড়ী জামিয়া রাহমানিয়া আরাবিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তিনি ১৯৪৬ সালের ২৮ জুন দেউবোগে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী পেয়ারা হোসেন, তিন ছেলে এহসানুল হাবিব, আরিফুর রহমান ও মুদ্দাসার হোসেন এবং মেয়ে দিলরুবা মরিয়ম হোসেনকে রেখে গেছেন।
১৯৮৯ সালে এসকোয়্যার গ্রুপ ইলেকট্রনিক্স পণ্য শিল্পে একটি বেসরকারি পারিবারিক ব্যবসা হিসেবে যাত্রা শুরু করে।
১৯৯৩ সালে পোশাকের প্রসার ঘটিয়ে এসকোয়্যার অ্যাপারেল বিভাগ গত ২৭ বছরে অসামান্য পেশাদারিত্ব, সর্বোচ্চ নৈতিক মান এবং শক্তিশালী ব্যবস্থাপনা দক্ষতার সঙ্গে এসকোয়্যারকে এসপ্রিট, বেস্টসেলার, ইন্ডিটেক্স, নেক্সট, ম্যাঙ্গো এবং আরও অনেক কিছুর মতো প্রিমিয়ার ব্র্যান্ডগুলোর শীর্ষস্থানীয় বিক্রেতাতে পরিণত করেছে।
এসকোয়্যার গ্রুপের অধীনে তাদের সেবাগুলো হলো- মার্চেন্ডাইজিং, ডিজাইন স্টুডিও, ল্যাবরেটরি, সুতা ডাইং, সেলাই, ফেব্রিক্স ডাইং, ফেব্রিক্স ফিনিশিং, ওয়াশিং, কাটিং, প্রিন্টিং, এমব্রয়ডারি, সেলাই।
এসকোয়্যার অ্যাপারেল ডিভিশন ১০০ মিলিয়ন ডলারের একটি পোশাক কোম্পানিতে পরিণত হয়েছে, যেখানে ১০০ লোকের কর্মসংস্থান হয়েছে। শীর্ষস্থানীয় ইউরোপীয় ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের জন্য বছরে ৩০ মিলিয়ন পোশাক উৎপাদন করে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: মাথায় আঘাতজনিত কারণেই মারা গেছেন শাওন: পুলিশ
অবশেষে মারা গেছেন নরেন্দ্রনাথ মুন্ডা, গ্রেপ্তার ২
১ বছর আগে
সিলেটে আ'লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের শোক সভায় স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম পাওয়া যায়নি। তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ভিপি নুরের নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া পাল্টা ধাওয়া
জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ময়ুরকুঞ্জ কনভেনশন হলে শোকসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুর কিছু সময় পড়ে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ’র সমর্থকদের মধ্যে স্লোগান দেয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃস্টি হয়। এসময় চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, শোকসভায় একটু উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। দ্রুত পুলিশ পরিস্থিতি শান্ত করে নেয়। এখন যথারীতি অনুষ্ঠানের কার্যক্রম চলছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন:হরতাল: সুনামগঞ্জে হেফাজত ও যুবলীগ-ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া
হবিগঞ্জে বিএনপির ইউনিয়ন কাউন্সিলে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ১০
২ বছর আগে