বাথরুম
নিখোঁজের ২ দিন পর শরীয়তপুর হাসপাতালের বাথরুম থেকে রোগীর লাশ উদ্ধার
দুই দিন নিখোঁজ থাকার পর শনিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বাথরুম থেকে বাবুল বেপারী (৪০) নামে এক রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) সকালে সদর হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন বিভাগের বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাবুল বেপারী বরিশালের মুলাদী উপজেলার পূর্ব তয়কা এলাকার আলী বেপারীর ছেলে।
আরও পড়ুন: যশোরে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার
হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন বাবুল। এসময় তার সঙ্গে ছিলেন মা রোকেয়া বেগম। ওই রাতে মা রোকেয়া বেগম ঘুম থেকে উঠে বিছানায় দেখতে পান ছেলে নেই। এরপর তিনি তার ছেলেকে হাসপাতালে খোঁজাখুঁজি করেন এবং একপর্যায়ে বিষয়টি নার্সদের জানান। এরপরেও তার কোনো খোঁজ পাননি। শুক্রবার সকালে গ্রামের বাড়ি চলে যান মা রোকেয়া বেগম। পরে বিকালে আবার হাসপাতালে এসে ছেলের খোঁজ করেন। এরপর শনিবার সকালে অন্য রোগীরা বাথরুমে গেলে বাবুলকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বাবুলের ভাতিজি হেনা আক্তার বলেন, আমার চাচু গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তিনি বাথরুমে গিয়ে যদি মারাও যান, তাহলে এই দুই দিন বাথরুম পরিষ্কার করা হয়নি। বাথরুম পরিষ্কার করলে ঠিক আমার চাচুকে আগে খুঁজে পাওয়া যেত। তারা চাচুকে না খুঁজে উল্টো রোগীকে পাওয়া যায়নি বলে, আমার দাদিকে বাড়ি পাঠিয়ে দেন। আমরা এই ঘটনার বিচার চাই।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার
৪ মাস আগে
সিলেটে হোটেলের বাথরুম থেকে লাশ উদ্ধার
সিলেট নগরীর বন্দরবাজারের একটি হোটেলের বাথরুম থেকে মো. জইন উদ্দিন খান (৩৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে বন্দরবাজারের লালবাজার এলাকার বনগাও হোটেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: সিলেটে ভাড়া বাসা থেকে যুবকের লাশ উদ্ধার
মারা যাওয়া জইন উদ্দিন খান হবিগঞ্জের নবীগঞ্জ থানার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রুমের ভেতর কোনো সাড়াশব্দ না শুনে হোটেলের কর্মচারীরা পুলিশকে জানায়।
পরে পুলিশ এসে হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর রুমের দরজা ভেঙে বাথরুমের ফ্লোরে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
এরপর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। এছাড়া মারা যাওয়া ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ড্রেন থেকে বিকাশ এজেন্টের লাশ উদ্ধার
বিশ্বনাথে খাল থেকে লাশ উদ্ধার
১ বছর আগে
শেরপুরে স্কুলের বাথরুম থেকে অষ্টম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার
শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজার এলাকায় শুক্রবার একটি স্কুলের বাথরুম থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোহাম্মদ রিমন (১৬) পার্শ্ববর্তী খুনুয়া মধ্যপাড়া গ্রামের সাগর মিয়ার ছেলে ও ড্যাফোডিল স্কুলের ছাত্র।
নিহতের মা রশিদা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে রিমন বের হয়ে যায়। তারপর রাতে আর বাড়ি ফেরেনি। ভেবেছিলাম হয়তো কোন বন্ধুর বাসায় গেছে।
আরও পড়ুন: বগুড়ায় হত্যা মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার
তিনি আরও জানান, শুক্রবার সকালে তার লাশ পাওয়ার কথা শুনেছি। আমার ছেলেকে খুন করা হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই, হত্যাকারীর ফাঁসি চাই।
স্থানীয়রা জানায়, শুক্রবার স্কুল বন্ধ ছিল। স্কুলের বাথরুম থেকে উৎকট গন্ধ বের হলে কৌতূহল হয়ে এগিয়ে গেলে সেখানে ওই ছাত্রের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাথার ডান পাশে আঘাতের চিহ্ন থাকলেও ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
এদিকে, অপরাধ তদন্ত বিভাগ, গোয়েন্দা শাখা এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: বরিশালে পৃথক স্থান থেকে শিশুসহ ৪ লাশ উদ্ধার
যশোরে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
২ বছর আগে