এশিয়া কাপ ২০২২
ইউএনবির ‘এশিয়া কাপ ২০২২ কুইজ প্রতিযোগিতায়’ ১৬ বিজয়ী
শেষ হয়েছে এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর। ১১ সেপ্টেম্বর (রবিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কা।
ক্রিকেটের এই উন্মাদনা দর্শক-শ্রোতাদের মধ্যে আরও বহু গুণে ছড়িয়ে দিতে পুরো টুর্নামেন্ট জুড়ে আকর্ষণীয় এক কুইজ প্রতিযোগিতার অয়োজন করে বার্তা সংস্থা ইউএনবি। এতে ১৬ জন প্রতিযোগী বিজয়ী হন।
ইউএনবির কুইজ ক্যাম্পেইনটি ২৭ আগস্ট শুরু হয় এবং ১১ সেপ্টেম্বর শেষ হয়।
অংশগ্রহণকারীদের ইউএনবি ওয়েবসাইট এবং ফেসবুক পেজে চলমান এশিয়া কাপ ক্রিকেটের ১৬টি কুইজ দেয়া হয়েছিল।
সঠিক উত্তর থেকে লটারির মাধ্যমে ১৬ জন অংশগ্রহণকারীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। প্রতিদিনের কুইজের জন্য একজন বিজয়ীকে বেছে নেয়া হয়।
কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন-তাপস চক্রবর্তী, আবদুল মোত্তালিব, আবদুল্লাহ আল হৃদয়, আফরোজা পারভিন, ফয়সাল আহমেদ, হাসিন আনজম, ইত্তেজা আহমেদ, মেহেরুন্নেসা তুসি, মনিরা ইসলাম, নাজিহা রহমান, রহিমা আক্তার রহিমা, সাদিয়া রহমান, সাজ্জাদ হোসেন টিটু, সুলতান মাহমুদ, মিমলা মিমি, মহুয়া যুথি।
১৬ জন বিজয়ীর প্রত্যেকেই অংশগ্রহণের জন্য পুরস্কার পাবেন।
আরও পড়ুন: এশিয়া কাপ: ফাইনালে ২৩ রানে শ্রীলঙ্কার জয়
এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
কুইজ খেলে সাড়ে ২২ লাখ টাকা পেলেন বিকাশের ৪৫০০ গ্রাহক
২ বছর আগে
ভারতকে ৫ উইকেটে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রবিবার রাতে দুবাইয়ে ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ভারতে দেয়া ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে এক বল হাতে রেখে জয় তুলে নেয় বাবর আজমের দল।
পাকিস্তানের হয়ে ওপেনার রিজওয়ান ৫১ বলে ৭১ এবং নওয়াজ ২০ বলে ৪২ রান করেন।
ভারতের পাঁচ বোলারই একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮১ রান করে রোহত শর্মার দল। দলের পক্ষে সাবেক অধিনায়ক বিরাট কোহলি ৪৪ বলে সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়া দুই ওপেনার রোহিত ১৬ বলে ২৮ এবং রাহুল ২০ বলে ২৮ রান করে করেন।
পাকিস্তানের হয়ে শাদাব ৩০ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, হারিস ও মোহাম্মদ নওয়াজ।
এর আগে ২৮ আগস্ট গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত।
পড়ুন: এশিয়া কাপ ২০২২: পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত
এশিয়া কাপ ২০২২: ভারতকে পরাস্ত করতে পাকিস্তানের প্রয়োজন ১৮২
২ বছর আগে
এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার দুবাইয়ে শ্রীলঙ্কার কাছে দুই উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সাত উইকেটে হেরেছিল সাকিব আল হাসানের দল। এর ফলে এশিয়া কাপ ২০২২ এ সুপার ফোরে খেলার আগেই বিদায় নিল বাংলাদেশ।
বাংলাদেশের দেয়া ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে চার বল ও দুই উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে লঙ্কানরা।
শ্রীলঙ্কার পক্ষে কুশাল মেন্ডিস ৩৭ বলে ৬০ এবং অধিনায়ক শানাকা ৩৩ বলে ৪৫ রান করেন।
এর আগে টস হেরে ব্যাট করে সাত উইকেটে ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর করে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ৩৯ রান করেন আফিফ হোসেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৬ বলে ৩৮, মাহমুদউল্লাহ রিয়াদ ২২ বলে ২৭ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ৯ বলে অপরাজিত ২৪ রান করেন।
লঙ্কানদের হয়ে হাসারাঙ্গা ও করুণারত্নে দুটি করে উইকেট নেন।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন করেছে।
গত ম্যাচে খেলা দুই ওপেনার এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন একাদশ থেকে বাদ পড়েছেন। তাদের জায়গায় সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সাত উইকেটে হেরে যাওয়া প্রথম ম্যাচে বিজয় এবং নাইম ওপেনিংয়ে ব্যর্থ হয়েছিলেন।
তিন বছর বিরতির পর টি-টোয়েন্টিতে ফিরছেন সাব্বির।
পড়ুন: শ্রীলঙ্কাকে ১৮৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপ: ৭ উইকেটে হারল বাংলাদেশ
২ বছর আগে
এশিয়া কাপ ২০২২: পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত
দুবাইয়ে এশিয়া কাপের টান টান উত্তেজনার ম্যাচে রবিবার পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে ভারত।
এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। ১৯.৫ ওভারে ১৪৭ রান করে অলআউট হয় পাকিস্তান দল।
পাকিস্তান ও ভারত টি২০ দল এর মধ্য দিয়ে দশম বারের মতো একে অপরের বিরুদ্ধে খেলছে। এরমধ্যে ভারত ছয়টিতে জয় পেয়েছে।
পাকিস্তানের বিপক্ষে ২০০৭ সালে টি২০ খেলায় সর্বোচ্চ জয় পেয়েছিল ভারত। মাত্র পাঁচ রানের ব্যবধানে পাকিস্তান হেরেছিল।
বছরের পর বছর পাকিস্তান টি২০ দলে সম্পৃক্ত এবং ভারতও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আইপিএল কাঠামোয় এসেছে। আইপিএল প্রতিবছর ভারতের জন্য নতুন প্রতিভাবানদের খুঁজে নেয় যখন পাকিস্তানও পিএসএল থেকে একইরকম সুবিধা নিয়ে আসছিল।
পড়ুন: এশিয়া কাপ: ১৪৮ রানের টার্গেট দিল পাকিস্তান
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক) ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও শাহনেওয়াজ ধনি।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক(উইকেট রক্ষক), হার্দি ক পান্ডে, রবীন্দ্র যাদেজা, ভুবেনশ্বর কুমার, অভিষ খান, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের সহ-অধিনায়ক আফিফ
২ বছর আগে
এশিয়া কাপ ২০২২ লাইভ স্ট্রিমিং: টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্ম
কৌতূহলোদ্দীপক কোয়ালিফায়ারগুলো শেষে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২২। আগামী ২৭ আগস্ট এশিয়া মহাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত স্পোর্টস ইভেন্টটির ১৫তম আসর মাঠে গড়াতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এশিয়ার অন্যান্য প্রধান দেশগুলোর মতো বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরাও প্রতিটি খেলা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন। সবচেয়ে উত্তেজনার ব্যাপার হচ্ছে, গত ২৩ আগস্ট সিদ্ধান্ত নেয়া হয়েছে এবারের খেলাগুলো হবে সম্পূর্ণ টি-টুয়েন্টি ফরম্যাটে। জেনে নেয়া যাক এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মগুলো সম্পর্কে।
এশিয়া কাপ ২০২২ এর সময়সূচি
ছয়টি দলের মোট ১৩টি ম্যাচের ফাইনালের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর এবং প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ৩০ আগস্ট বাংলাদেশে বনাম আফগানিস্তান, ২ সেপ্টেম্বর কোয়ালিফাইং দেশের সঙ্গে পাকিস্তানের ম্যাচ এবং ৩ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচ; এই তিনটি খেলা অনুষ্ঠিত হবে শারজাহতে। এছাড়া বাকি ১০টি ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যু দুবাই। সবগুলো খেলা বাংলাদেশে থেকে সরাসরি দেখা যাবে রাত ৮টায়।
আরও পড়ুন: প্রত্যাশা কম রেখেই এশিয়া কাপ খেলতে উড়াল টাইগার দলের
এ ও বি এই দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে সুপার চাররে যাওয়ার জন্য। গ্রুপ-এ তে আছে ভারত, বাংলাদেশ ও হংকং এবং গ্রুপ-বি তে থাকছে আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
এবার দেখে নেয়া যাক খেলাগুলোর সময়সূচি
২৭ আগস্ট → শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
২৮ আগস্ট → ভারত বনাম পাকিস্তান
৩০ আগস্ট → বাংলাদেশ বনাম আফগানিস্তান
৩১ আগস্ট → ভারত বনাম হংকং
১ সেপ্টেম্বর → শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২ সেপ্টেম্বর → পাকিস্তান বনাম হংকং
৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপ পর্ব থেকে সুপার চাররে উন্নীত চারটি দেশ নিজেদের মধ্যে মোট ছয়টি ম্যাচ খেলবে। এখান থেকে সর্বোচ্চ স্কোরের অধিকারী দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে পরস্পরের বিরুদ্ধে লড়বে।
আরও পড়ুন: ডোমিঙ্গো নয়, এশিয়া কাপে কোচ হচ্ছেন শ্রীধরন
এশিয়া কাপ ২০২২ এর খেলাগুলো লাইভ কোথায় দেখা যাবে
বাংলাদেশে এই স্পোর্টস ইভেন্টের সব ম্যাচ সম্প্রচারের স্বত্ব পেয়েছে জিটিভি (গাজী টেলিভিশন চ্যানেল)। এছাড়া বিটিভি (বাংলাদেশ টেভিভিশন চ্যানেল) ন্যাশনাল ও চ্যানেল নাইন-এও দেখা যাবে খেলাগুলো। ভারতের স্যাটেলাইট টিভি চ্যানেল স্টার স্পোর্টস অফিসিয়াল সম্প্রচারকারী হিসেবে সারা বিশ্বে সম্প্রচার বিতরণের স্বত্ব পেয়েছে। এছাড়াও টি-স্পোর্টস, সনি স্পোর্টস, টেন ক্রিকেট ভিডিওর মত বিদেশি চ্যানেলগুলোতেও বাংলাদেশ থেকে খেলা দেখা যাবে।
সনি লাইভ বাইস্কোপ এবং টফি অ্যাপসের মাধ্যমে যে কোনো ডিভাইস থেকে ফ্রিতে খেলা দেখতে পারবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে ডিজনি প্লাস হটস্টারের গ্রাহকরা নির্দিষ্ট সাবস্ক্রিপশন চার্জ দিয়ে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।
প্রতিবারের মত এবারো এশিয়া কাপ ২০২২ বাংলাদেশিদের জন্য হাজারো প্রত্যাশার হাতছানি দিচ্ছে। পরপর দু’বার ট্রফি স্পর্শ করার খুব কাছ থেকে ফিরে আসার দুঃখটা ঘুচিয়ে দিতে পারে সাকিব আল হাসানের বাহিনী। এছাড়া সচরাচর গোট এশিয়া বিশ্বের চোখ নিবদ্ধ থাকবে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইয়ের দিকে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় নয়, এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে
সব মিলিয়ে বলা যায়, ২০২২ এর তৃতীয় কোয়ার্টারের শুরুতে দুর্দান্ত এক ক্রিকেট যুদ্ধে অভিজ্ঞতা নিতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। আর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা উপরোল্লিখিত এশিয়া কাপ ২০২২ লাইভ স্ট্রিমিং টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বিশাল উৎসবের সাক্ষী হতে পারেন।
২ বছর আগে