কৌতূহলোদ্দীপক কোয়ালিফায়ারগুলো শেষে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২২। আগামী ২৭ আগস্ট এশিয়া মহাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত স্পোর্টস ইভেন্টটির ১৫তম আসর মাঠে গড়াতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এশিয়ার অন্যান্য প্রধান দেশগুলোর মতো বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরাও প্রতিটি খেলা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন। সবচেয়ে উত্তেজনার ব্যাপার হচ্ছে, গত ২৩ আগস্ট সিদ্ধান্ত নেয়া হয়েছে এবারের খেলাগুলো হবে সম্পূর্ণ টি-টুয়েন্টি ফরম্যাটে। জেনে নেয়া যাক এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মগুলো সম্পর্কে।
এশিয়া কাপ ২০২২ এর সময়সূচি
ছয়টি দলের মোট ১৩টি ম্যাচের ফাইনালের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর এবং প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ৩০ আগস্ট বাংলাদেশে বনাম আফগানিস্তান, ২ সেপ্টেম্বর কোয়ালিফাইং দেশের সঙ্গে পাকিস্তানের ম্যাচ এবং ৩ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচ; এই তিনটি খেলা অনুষ্ঠিত হবে শারজাহতে। এছাড়া বাকি ১০টি ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যু দুবাই। সবগুলো খেলা বাংলাদেশে থেকে সরাসরি দেখা যাবে রাত ৮টায়।
আরও পড়ুন: প্রত্যাশা কম রেখেই এশিয়া কাপ খেলতে উড়াল টাইগার দলের
এ ও বি এই দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে সুপার চাররে যাওয়ার জন্য। গ্রুপ-এ তে আছে ভারত, বাংলাদেশ ও হংকং এবং গ্রুপ-বি তে থাকছে আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
এবার দেখে নেয়া যাক খেলাগুলোর সময়সূচি
২৭ আগস্ট → শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
২৮ আগস্ট → ভারত বনাম পাকিস্তান
৩০ আগস্ট → বাংলাদেশ বনাম আফগানিস্তান
৩১ আগস্ট → ভারত বনাম হংকং
১ সেপ্টেম্বর → শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২ সেপ্টেম্বর → পাকিস্তান বনাম হংকং
৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপ পর্ব থেকে সুপার চাররে উন্নীত চারটি দেশ নিজেদের মধ্যে মোট ছয়টি ম্যাচ খেলবে। এখান থেকে সর্বোচ্চ স্কোরের অধিকারী দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে পরস্পরের বিরুদ্ধে লড়বে।
আরও পড়ুন: ডোমিঙ্গো নয়, এশিয়া কাপে কোচ হচ্ছেন শ্রীধরন
এশিয়া কাপ ২০২২ এর খেলাগুলো লাইভ কোথায় দেখা যাবে
বাংলাদেশে এই স্পোর্টস ইভেন্টের সব ম্যাচ সম্প্রচারের স্বত্ব পেয়েছে জিটিভি (গাজী টেলিভিশন চ্যানেল)। এছাড়া বিটিভি (বাংলাদেশ টেভিভিশন চ্যানেল) ন্যাশনাল ও চ্যানেল নাইন-এও দেখা যাবে খেলাগুলো। ভারতের স্যাটেলাইট টিভি চ্যানেল স্টার স্পোর্টস অফিসিয়াল সম্প্রচারকারী হিসেবে সারা বিশ্বে সম্প্রচার বিতরণের স্বত্ব পেয়েছে। এছাড়াও টি-স্পোর্টস, সনি স্পোর্টস, টেন ক্রিকেট ভিডিওর মত বিদেশি চ্যানেলগুলোতেও বাংলাদেশ থেকে খেলা দেখা যাবে।
সনি লাইভ বাইস্কোপ এবং টফি অ্যাপসের মাধ্যমে যে কোনো ডিভাইস থেকে ফ্রিতে খেলা দেখতে পারবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে ডিজনি প্লাস হটস্টারের গ্রাহকরা নির্দিষ্ট সাবস্ক্রিপশন চার্জ দিয়ে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।
প্রতিবারের মত এবারো এশিয়া কাপ ২০২২ বাংলাদেশিদের জন্য হাজারো প্রত্যাশার হাতছানি দিচ্ছে। পরপর দু’বার ট্রফি স্পর্শ করার খুব কাছ থেকে ফিরে আসার দুঃখটা ঘুচিয়ে দিতে পারে সাকিব আল হাসানের বাহিনী। এছাড়া সচরাচর গোট এশিয়া বিশ্বের চোখ নিবদ্ধ থাকবে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইয়ের দিকে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় নয়, এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে
সব মিলিয়ে বলা যায়, ২০২২ এর তৃতীয় কোয়ার্টারের শুরুতে দুর্দান্ত এক ক্রিকেট যুদ্ধে অভিজ্ঞতা নিতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। আর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা উপরোল্লিখিত এশিয়া কাপ ২০২২ লাইভ স্ট্রিমিং টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বিশাল উৎসবের সাক্ষী হতে পারেন।