বৃদ্ধের লাশ
সিলেটে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর কুশিয়ারা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘন্টা পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুরে বন্ধ ঘর থেকে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার
মৃত দিরেশ দাস (৭০) উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের মৃত রমেশ দাসের ছেলে।
কুশিয়ারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখর চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৪টার দিকে তলিয়ে যাওয়া স্থানে বৃদ্ধের ভাসমান লাশ দেখতে পান তার স্বজনরা।
তিনি আরও বলেন, খবর পেযে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এরপর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
১ বছর আগে
বাঁশঝাড়ে ঝুলছিল বৃদ্ধের লাশ!
বগুড়ার কাহালুতে বাঁশঝাড় থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পিলকুঞ্জ ফকিরপাড়া গ্রামের ওই বাঁশঝাড় থেকে গলায় রশি লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মকবুল হোসেন (৯০) ওই গ্রামের মৃত জোহর উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বৃদ্ধ মকবুল বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। শনিবার সকাল ১০টায় ফকিরপাড়া উজ্জলের বাঁশঝাড়ে গাছের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় তার লাশ দেখে পুলিশকে জানানো হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জোবায়ের হোসেন সবুজ জানান, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন জানান, বৃদ্ধের ছেলেরা জানিয়েছেন পেটের ব্যথার কারণে আত্মহত্যা করেছেন। তারপরও বিষয়টি পরিস্কার হওয়ার জন্য ইউডি মামলা নিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বরিশালে নির্মাণাধীন ভবনের ছাদে যুবকের ঝুলন্ত লাশ
২ বছর আগে