নিহত ২
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল বাজারে বাসের চাপায় পাখিভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মাহম্মদজমা গ্রামের খান্দারপাড়ার চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
স্থানীয়রা জানান, রাজ্জাক ও সরোয়ার নয়মাইল বাজারের সিন্দুরিয়া রোড থেকে পাখিভ্যানে করে সরোজগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হন। পথে নয়মাইল এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি বাস তাদের পাখিভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি খালেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।’
২ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়িচাপায় নিহত ২, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আসিফুজ্জামান।
নিহতরা হলেন— নবীনগর উপজেলার নজরদৌলত গ্রামের তানভীর (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের রফিকুল ইসলাম (২৫)।
আহতরা হলেন— সিএনজি চালক মিজানুর রহমান (২০), সাইফুল ইসলাম (২২) রিয়াজুল ইসলাম (২১) ও খোকন মিয়া (২২)।
আরও পড়ুন: সিলেটে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু
স্থানীয়রা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশা করে চালকসহ ছয়জন জেলার সদর উপজেলার চিনাইর টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিলে চালকসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক দুজনকে মৃত ঘোষণা করেন।
এসআই আসিফুজ্জামান জানান, অজ্ঞাত গাড়িটির চাপায় দুজন নিহত হয়েছেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১২ দিন আগে
মোটরসাইকেলের ট্রায়াল দিতে গিয়ে ট্রাকের নিচে, নিহত ২
মেরামত শেষে মোটরসাইকেলের ট্রায়াল দিতে গিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলে— মুক্তাগাছা উপজেলার অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদর উপজেৱার চর ঈশ্বরদিয়া গ্রামের রাসেল মিয়া (২৫)।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘রাসেল গ্যারেজে মোটরসাইকেলের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। আজ (রবিবার) সকালে অনন্ত তার মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে গেলে মোটরসাইকেলটি মেরামত করে চালিয়ে ট্রায়াল দিচ্ছিলেন অনন্ত। এ সময় তার পেছনে বসে ছিলেন রাসেল।’
তিনি বলেন, ‘নতুন বাজার খেলার মাঠ-সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন অনন্ত। আহত অবস্থায় রাসেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকাল ৩টার দিকে তিনিও মারা যান।’
অন্ততের লাশ থানায় ও রাসেলের লাশ হাসপাতালের মর্গে রয়েছে এবং ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।
২৭ দিন আগে
কুষ্টিয়ায় সড়কে যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়ায় ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও অন্তত দুজন।
শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান ও রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে সজীবে মৃত্যু হয়।
নিহতরা হলেন— কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া কামারপাড়া এলাকার সজীব আহম্মেদ। তিনি দিশা এনজিওর কর্মী হিসাবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন। অপরজন নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের বাসিন্দা আরমান। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
আরও পড়ুন: চোরাকারবারি ধরতে গিয়ে সড়কে প্রাণ গেল বিজিবি সদস্যের
স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি গরুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি সড়কের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাকে থাকা আরমান, ট্রাকচালকসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালের ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন।’
২৮ দিন আগে
শেরপুরে ট্রাকচাপায় নিহত ২, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার শেরপুর-ধুনট সড়কের রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৫২) ও একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিকের ছেলে হানিফ উদ্দিন (৩৫)।
আহতরা হলেন— সুন্দরী, বসন্তী, সুর্বতি, চায়না, পবিত্র, স্বরসতি, সাগরিকা, সুনিল, মনন্তর, পয়ত্রি, মো. সাত্তার, বাসরি, বাশরি, ক্ষন্নষশি। এরা সকলে খামারকান্দি ইউনিয়নের ঝাঝর এলাকার বাসিন্দা।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ‘ট্রাকটি ধুনট থেকে শেরপুর যাওয়ার সময় রনবীরবালা বশীর পাগলা মাজারের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দিয়ে ২০০ গজ দুরে গিয়ে আবার আরেকটি যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটি যাত্রী হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু, আহত ২
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আরও ২১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকে থাকা কাউকে আটক করা যায়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।’
৩০ দিন আগে
জয়পুরহাটে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২
জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে ওই ভ্যানচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ মার্চ) বিকালে জয়পুরহাটের কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া মহসড়কে বাঁশের ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— কালাই উপজেলার ভূগোইল গ্রামের মোফাজ্জল হোসেন মন্ডল ও একই গ্রামের ইদ্রিস আলী। আর কালাই উপজেলার ভূগোইল গ্রামের ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ ও বুরাইল গ্রামের আশরাফ আলী আহত হন।
স্থানীয়রা জানান, নুরুল আকন্দ বাঁশের ব্রিজ এলাকা থেকে ৪ থেকে ৫ জন যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয়। আহত হয় ভ্যানচালকসহ আরও দুজন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, নারী আহত
স্থানীয়রা তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ভ্যানচালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
৩১ দিন আগে
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নিহত ২
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে একটি রেল ক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।
রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মো. আব্দুল মান্নাফ ও মো. বাচ্চু মিয়া। তারা দুজনই স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।
স্থানীয়রা জানায়, অটোরিকশাটি একজন যাত্রীসহ আমিরগঞ্জে অরক্ষিত রেল ক্রসিং পাড় হচ্ছিল। এ সময় হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি ট্রেন তাদের অটোরিকশাটি ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও যাত্রী নিহত হন।
আরও পড়ুন: ফরিদপুরের ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে, নিহত ৫
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘হাসনাবাদ এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।’
৮৯ দিন আগে
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ফারদিন হোসেন ও রেজুয়ান ইসলাম নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহাদেবপুর উপজেলার তের মাইল নামক স্থানে এই এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারদিন হোসেন মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের এবং রেজুয়ান ইসলাম শ্যামপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, নওগাঁ থেকে মোটরসাইকেলে চড়ে মহাদেবপুরে ফিরছিলেন ফারদিন ও রেজুয়ান। পথে তের মাইল নামক স্থানে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফারদিন নিহত হন। গুরুতর আগত অবস্থায় রেজুয়ানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হবে।
১০২ দিন আগে
যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকায় অবস্থিত সিটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার খড়কী এলাকার হাফিজুর রহমান ও মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আশাবুর ইসলাম।
আহত ইমন চালকিডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কীর্তনখোলায় স্পিডবোট ডুবে নিখোঁজ আরও ৩ জনের লাশ উদ্ধার
মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ইমনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হযেছে। মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রয়েছে।’
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি নূর মোহাম্মদ গাজী।
১২৫ দিন আগে
লক্ষ্মীপুরের ফিলিং স্টেশনে ফের বিস্ফোরণ, নিহত ২
লক্ষ্মীপুরের গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে দুই মাসের মাথায় ফের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দ্বিতীয়বার ঘটা এই দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় তা বিস্ফোররিত হয়। এ সময় ঘটনাস্থালেই চালক মো. রুবেল ও গ্যারেজ মেকানিক আবুল কালাম নিহত হন।
ফিলিং স্টেশনটি লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় অবস্থিত।
এর আগে, গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। সেদিনের ঘটনায় আহত হন আরও ৯ জন।
মঙ্গলবার রাতের দুর্ঘটনায় নিহতরা হলেন- রামগতির চরবাদাম ইউনিয়নের বাসিন্দা বাসচালক রুবেল এবং সাহাপুরের বাসিন্দা ও গ্যারেজ মেকানিক কালাম।
এছাড়া আহত হয়েছেন নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেন ও লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার নাঈম।
আরও পড়ুন: ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ‘ককটেল বিস্ফোরণ’
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রিন লিফ ফিলিং স্টেশনে আল মদিনা নামের একটি বাস গ্যাস রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই কালাম নিহত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন। এ সময় রুবেল অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, ‘বিস্ফোরণে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়; তার লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। আহতদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে। তাদের মধ্যে একজনকে ঢাকায় ও অন্য দুইজনকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা যায়।’
এদিকে, সকাল দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন।
পুলিশ সুপার বলেন, ‘একই ফিলিং স্টেশনে এর আগেও গ্যাস রিফিলের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই মামলা এখনও চলমান। এখন আবার বিস্ফোরণের ঘটনায় দুইজন মারা গেছে ও দুইজন আহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘দুই মাসের ব্যবধানে দুটি ঘটনা ঘটেছে। আমরা এ ব্যাপারে এর আগে বৈঠক করেছি। এ ঘটনায় ৫ সদস্য তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক আহত
১৩০ দিন আগে