নিহত ২
যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকায় অবস্থিত সিটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার খড়কী এলাকার হাফিজুর রহমান ও মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আশাবুর ইসলাম।
আহত ইমন চালকিডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কীর্তনখোলায় স্পিডবোট ডুবে নিখোঁজ আরও ৩ জনের লাশ উদ্ধার
মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ইমনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হযেছে। মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রয়েছে।’
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি নূর মোহাম্মদ গাজী।
২ দিন আগে
লক্ষ্মীপুরের ফিলিং স্টেশনে ফের বিস্ফোরণ, নিহত ২
লক্ষ্মীপুরের গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে দুই মাসের মাথায় ফের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দ্বিতীয়বার ঘটা এই দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় তা বিস্ফোররিত হয়। এ সময় ঘটনাস্থালেই চালক মো. রুবেল ও গ্যারেজ মেকানিক আবুল কালাম নিহত হন।
ফিলিং স্টেশনটি লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় অবস্থিত।
এর আগে, গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। সেদিনের ঘটনায় আহত হন আরও ৯ জন।
মঙ্গলবার রাতের দুর্ঘটনায় নিহতরা হলেন- রামগতির চরবাদাম ইউনিয়নের বাসিন্দা বাসচালক রুবেল এবং সাহাপুরের বাসিন্দা ও গ্যারেজ মেকানিক কালাম।
এছাড়া আহত হয়েছেন নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেন ও লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার নাঈম।
আরও পড়ুন: ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ‘ককটেল বিস্ফোরণ’
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রিন লিফ ফিলিং স্টেশনে আল মদিনা নামের একটি বাস গ্যাস রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই কালাম নিহত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন। এ সময় রুবেল অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, ‘বিস্ফোরণে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়; তার লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। আহতদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে। তাদের মধ্যে একজনকে ঢাকায় ও অন্য দুইজনকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা যায়।’
এদিকে, সকাল দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন।
পুলিশ সুপার বলেন, ‘একই ফিলিং স্টেশনে এর আগেও গ্যাস রিফিলের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই মামলা এখনও চলমান। এখন আবার বিস্ফোরণের ঘটনায় দুইজন মারা গেছে ও দুইজন আহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘দুই মাসের ব্যবধানে দুটি ঘটনা ঘটেছে। আমরা এ ব্যাপারে এর আগে বৈঠক করেছি। এ ঘটনায় ৫ সদস্য তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক আহত
৬ দিন আগে
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় সোহেল ও ইমরান নামে দুই যুবক নিহত হয়েছেন।
রবিবার (১ ডিসেম্বর) চাঁদপুর সদরের সরকারি টেকনিক্যাল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই মৃত্যু হয়ে সোহেলের। গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢামেক হাসপাতালে পাঠানো হলে রবিবার (১ ডিসেম্বর) রতে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
আরও পড়ুন: সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম শুরু
সোহেল খান ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের খান বাড়ির ছেলে এবং মো. ইমরান একই এলাকার মৃত লিটন খানের ছেলে।
স্থানীয়রা জানান, তারা দুজনে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয় এবং ইমরান গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান ইউএনবিকে বলেন, সোহেলকে আনার আগেই মৃত্যু হয়। আর আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) রাজিব চক্রবর্তী ইউএনবিকে বলেন, সোহেলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি
২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত ২
মানিকগঞ্জের সিংগাইরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাঁধন ও রাতুল নামে ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৮ নভেম্বর) জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
নিহতরা হলেন- সিংগাইর উপজেলার ইতরা গ্রামের নূর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) এবং সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)।
আহত যুবক লাদেন সিংগাইরের ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে চালকসহ ৩ জন ছিলেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যান বাঁধন। এসময় পিকআপ চালক পালিয়ে যান।
অপর ২ জনকে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতাবস্থায় লাদেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, লাশ দুইটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাশিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১ মাস আগে
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাদল মিয়া (৩৫) ও ফিরোজ মিয়া (৫৭) নামে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বুধবার (২ অক্টবর) দুপুর দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের ডাংরি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সুতারাটিয়া গ্রামের বাদল ও দশালিয়া গ্রামের অটোরিকশার চালক ফিরোজ।
স্থানীয়রা জানান, শ্যামল ছায়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাদল ও ফিরোজোর মৃত্যু হয়। আহত হয় আরও পাঁচ জন।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ
২ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
রবিবার (২৫ আগস্ট) আখাউড়া-সুলতানপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিলেটে জুলাইয়ে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত, আহত ৩৬
নিহতরা হলেন, সদর উপজেলার উলচাপাড়া এলাকার শাহীন মিয়া (৪৮) এবং পৌর এলাকা মধ্যপাড়া গ্রামের চঞ্চল (৩৮)।
স্থানীয়রা জানায়, চঞ্চল ও শাহীন মোটরসাইকেল করে যাওয়ার সময় কোড্ডা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চঞ্চল ও শাহীনের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার ৫ যাত্রী।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
৩ মাস আগে
নরসিংদীতে ওভারপাস থেকে নিচে পড়ল বাস, নিহত ২
নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ওভারপাস থেকে প্রায় ৩০ ফিট নিচে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১০ আগস্ট) মধ্যরাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলা হাসপাতালের বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্যক্তিগত কারণ দেখিয়ে কুবি উপাচার্যের পদত্যাগ
নিহত নুরুল ইসলাম সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে এবং নুর উদ্দিন হবিগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের ওপর থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম নিহত হন।
এছাড়া ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে নুর উদ্দিন নামে আরেক যাত্রীর মৃত্যু হয়।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, ‘যাত্রীবাহী বাস দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় এখানে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।’
আরও পড়ুন: আল্টিমেটামের ৪ ঘণ্টার মধ্যেই জবি উপাচার্যের পদত্যাগ
৪ মাস আগে
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের আগুনে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ, নিহত ২
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলা ও বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আল মামুন (৩৫) ও শাহান (১৪) নামে দুজন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত ও অগ্নিদগ্ধ হন।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় ঠাকুরগাঁও রোড এলাকার বালিয়াডাঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের নাম-ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত এসে দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর ফলে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দুজন নিহত হন। এসময় ৬ জন অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত হতে পারেননি বলে জানান।
৪ মাস আগে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ২০
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
আহতদের মধ্যে কয়েকজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘাটবিলা এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: থানায় হামলার চেষ্টাকালে পুলিশের গুলি, চাঁদপুরে নিহত ১
নিহত দুইজনের লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (৬ আগস্ট) তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- জেলার মোল্লাহাট উপজেলার ঘাটবিলা গ্রামের শেখ মোশারেফ হোসেন (৭৩) ও মাফিজুর রহমান (৫৫)।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে উভয় পক্ষ সংর্ঘষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের কমপক্ষে ২২ জন আহত হয়।’
তিনি বলেন, ‘আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাফিজুর রহমান এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোশারেফ হোসেন মারা গেছেন।’
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
৪ মাস আগে
নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৫
নরসিংদীর রায়পুরায় পল্লীবিদ্যুতের নতুন খুটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।
এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু
নিহত দুজন শ্রমিক হলেন দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯) ও রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০)।
আহত পাঁচজন হলেন দিনাজপুরের জুয়েল (২৬), আহাদ মিয়া (৪১), রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮) ও গাজিপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩০)।
নিহত ও আহত সকল ব্যক্তিই ঠিকাদার সুজন মিয়ার অধীনস্থ বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাতজনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুত সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুটি সড়িয়ে সিমেন্টের খুটি স্থাপন করছিলো। খুটি স্থাপন শেষে বিদ্যুত লাইন চালু করা হয়। তখন আর্থিং লাইনের মাধ্যমে খুটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে দুইজন নিহত ও পাঁচ জন আহত হয়।
ঠিকাদারের কর্মচারীদের গাফেলতির কারনে এ দুর্ঘটনা ঘটেছে দাবী করে রায়পুরা পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, ‘খবর পেয়েছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের দুইজন লোক নিহত হয়েছেন ও বেশকয়েকজন আহত হয়েছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, ‘দুইজন নিহত হয়েছে। তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকার সায়েন্সল্যাব এলাকায় আহত যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের হালে কাটা পড়ে কিশোরের মৃত্যু
৫ মাস আগে