নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় সাপাহার উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক এবং মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (৩ মে) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদরাসা পাড়া এলাকার সায়েম আলীর ছেলের ফরহাদ হোসেন (২০) ও মহাদেবপুর উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মন্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৫)।
সাপাহার থানা পুলিশ জানায়, মোটরসাইকেল করে ফরহাদ ও তার বন্ধুরা ঘুরতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ফরহাদ মৃত্যুবরণ করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, ‘পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে আসে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: পতেঙ্গায় নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক
অন্যদিকে নিহত আতোয়ার মহাদেবপুরে কাজ শেষ করে সাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। এ সময় উপজেলার নাটশাল নবীনগর মাদরাসার সামনে পৌঁছালে মহাদেবপুর থেকে মাতাজিগামী একটি ড্রামট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ট্রাকসহ চালককে আটক করে। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে।
অন্যদিকে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে নওগাঁর সাপাহার ও মহাদেবপুর থানা দুটি পৃথক মামলা দায়ের হয়েছে।’