লাইনচ্যুতি
১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু, লাইনচ্যুতির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
১০ ঘণ্টারও বেশি সময় পর সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের অদূরে খুলনাগামী মালবাহী ট্রেনের ৮টি তেলের ট্যাংকার লাইনচ্যুত হয়। সেসময়ই সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার পর ট্যাংকারগুলো রেললাইন থেকে সরানো হলে ট্রেন চলাচল শুরু হয়।
রাত পৌনে ১টায় লাইনচ্যুতির ঘটনা ঘটলেও তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা হয়নি। পাবনা ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এনে সকাল ৭টা থেকে উদ্ধার কাজ শুরু হয়। খুলনা থেকে আরেকটি রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নেয়।
উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মিন্টু রায় জানান, লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা এবং খুলনা থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন ভোর থেকেই কাজ শুরু করে, যা বেলা সাড়ে ১১টা নাগাদ উদ্ধারকাজ শেষ হয়।
এদিকে, ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় দেখা যায় শিডিউল বিপর্যয়। বিভিন্ন স্টেশনে ও ট্রেনে আটকে পড়েন যাত্রীরা। খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যেসব ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলোর ট্রিপ বাতিল করে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ট্রেনের ৮ ট্যাংকার লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন
স্টেশন মাস্টার মিন্টু রায় বলেন, ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পর্যায়ক্রমে আটকে পড়া ট্রেনগুলো গন্তব্যে যাচ্ছে।
এদিকে রেলওয়ে (পশ্চিমাঞ্চল) পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আনোয়ার হোসেন বলেন, চার ঘণ্টা ধরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ট্রেন চলাচল এখন স্বাভাবিক। লাইনচ্যুতির কারণ তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে।
১ মাস আগে
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ট্রেন লাইনচ্যুতির চেষ্টা নস্যাৎ করল পুলিশ
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধকে সামনে রেখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ফতুল্লায় একটি ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা ব্যর্থ করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার কোতালেরবাগের হক বাজার সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ রুটের রেললাইনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, দুর্বৃত্তরা ফতুল্লার কোতালেরবাগে রেললাইনে একটি ভারী লোহার পাত লাগিয়ে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করে।
স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইন থেকে লোহার পাতটি সরিয়ে ফেলে।
তিনি বলেন, নাশকতার চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত: তদন্ত কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুত, চলাচল আংশিক ব্যাহত
১ বছর আগে
ময়মনসিংহে মালবাহী ট্রেন লাইনচ্যুত
ময়মনসিংহ নগরীর বলাশপুরে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন রবিবার সকালে লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ জানান, রবিবার সকালে ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী ময়মনসিংহ/নাসিরাবাদ এক্সপ্রেস নামে একটি মালবাহী ট্রেনের পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।
এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা-ভৈরব-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, খবর পেয়ে জেলার কেওয়াটখালী থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ হয়ে যাবে।
আরও পড়ুন: ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১০, আহত অর্ধশতাধিক
কসবায় ট্রেন লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সাথে ৬ ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
২ বছর আগে
লাইনচ্যুতির আড়াই ঘন্টা পর ঢাকায় যাত্রা করেছে আন্তনগর পদ্মা এক্সপ্রেস
লাইনচ্যুতির প্রায় আড়াই ঘন্টা পর নাটোরের আব্দুলপুর জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি।
আব্দুলপুর জংশনের মাস্টার নিজাম উদ্দিন জানিয়েছেন, লাইনচ্যুতির দুই ঘন্টা ২৫ মিনিট পর সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পদ্মা এক্সপ্রেস ট্রেনের অবশিষ্ট বগির সঙ্গে সংযুক্ত করে সেটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে। আর মালবাহী ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটিকে রাজশাহী পাঠানো হয়।
তিনি আরও জানান, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রবিবার বিকাল ৫টার দিকে আব্দুলপুর জংশনে এসে পৌঁছায়। কিন্তু জংশনে থামানোর সময় ব্রেক কাজ না করায় ট্রেনটির ইঞ্জিন ও পেছনের পাওয়ার কার লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। একাধিক লাইন থাকায় বিকল্প লাইনে ট্রেন চলাচলও স্বভাবিক রাখা হয়।
আরও পড়ুন: মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন জমা
গাজীপুরে বগি লাইনচ্যুত: সাড়ে ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
২ বছর আগে