তোপের মুখে ভোলা
আ.লীগের তোপের মুখে ভোলা ছাড়লেন হাফিজ ইব্রাহিম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনে ভোলায় এসে আওয়ামী লীগের প্রতিবাদ ও তোপের মুখে ভোলা ছাড়লেন ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। রবিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশি পাহারায় ভোলা ছাড়েন তিনি।
এদিকে, সোমবার সকালেও ভোলা শহরে আওয়ামী লীগের নেতা কর্মীরা হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তাকে অবাঞ্চিত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাফিজ ইব্রাহিম শনিবার রাতে ভোলা এসে শহরের একটি আবাসিক হোটেলে তার সফর সঙ্গীদের নিয়ে রাত্রি যাপন করেন। রবিবার সকালে বোরহান উদ্দিন বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে হাফিজ ইব্রাহিমের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা কারণে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাকে বোরহান উদ্দিন যেতে দেয়নি। এতে করে হাফিজ ইব্রাহিম ক্ষুব্ধ হয়ে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানান।
আরও পড়ুন:আ.লীগ নেতা নুরুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
২ বছর আগে