মিস্ত্রি
খুলনায় সাইকেল থেকে পড়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
খুলনার ডুমুরিয়ায় সাইকেল থেকে পড়ে মো. রবিউল ইসলাম গাজী নামে এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রবিবার (১২ মে) সকাল ১০টার দিকে তিনি মারা যান। তিনি ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর হেকমত আলী গাজী ছেলে।
আরও পড়ুন: আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩ শতাধিক: জাতিসংঘ
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুতের কাজ করার জন্য তিনি বাড়ি থেকে সাইকেলযোগে চুকনগর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি জনৈক শেখ আবদুস সামাদের মাছের ঘেরের কাছে পৌঁছালে প্রচণ্ড বাতাসে সাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে পড়েন। এ ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পেলে নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা সাইকেল থেকে পড়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় শিক্ষাসফরের বাস দুর্ঘটনায় নিহত ১১
যশোরে ফুটবল খেলা নিয়ে গোলযোগ, ছুরিকাঘাতে যুবক নিহত
৬ মাস আগে
মিস্ত্রিকে উদ্ধারে সেপটিক ট্যাংকে নেমে ২ ভ্যানচালকের মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দরে এক মিস্ত্রিকে উদ্ধারে সদ্যনির্মিত সেপটিক ট্যাংকে নেমে দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওখৈর গ্রামের বাকুপাড়ার তাহেরের ছেলে আব্দুল মাবুদ (৩৫) এবং একই গ্রামের মহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৩৮)।
আরও পড়ুন: ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত
স্হানীয়রা জানান, নওখৈর গ্রামের বাসিন্দা প্রতিবেশী মহিরুদ্দিনের সদ্য নির্মিত সেমিপাকা বাড়ির সেফটি ট্যাংকের সাটার খুলতে ভেতরে নামেন হেড মিস্ত্রি আলতাফ হোসেন।
এ সময় শ্বাসকষ্ট শুরু হলে তিনি সেপটিক ট্যাংকের ভেতর থেকে চিৎকার করতে শুরু করলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রতিবেশী দুই ভ্যানচালক তাকে উদ্ধার করতে যান।
তারা সেপটিক ট্যাংকের ভেতরে নামলে দুই ভ্যানচালক অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে সৈয়দপুরের ৫০ শয্যার হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: সেপটিক ট্যাংকে দমবন্ধ হয়ে ২ শ্রমিকের করুণ মৃত্যু!
তিনজনকে পরীক্ষার পর আব্দুল মাবুদ এবং সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
অন্যদিকে আশঙ্কাজনক ব্যবস্থা নির্মাণ মিস্ত্রি আলতাফ হোসেনকে পাঠানো হয় রংপুর মেডিকেল হাসপাতালে। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে দুই ভ্যান চালকের মৃত্যুর খবরে তাদের পরিবারের চলছে শোকের মাতম। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
বিকেল পর্যন্ত কোন মামলা করেনি কোন পক্ষ। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে স্বজনরা।
আরও পড়ুন: বাগেরহাটে বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
২ বছর আগে
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
যশোরের চৌগাছায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রি প্রাণ হারিয়েছেন। সোমবার সকালে উপজেলার জগদিশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামের নিজের বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন (২৮) একই গ্রামের শুকুর আলীর ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে রিপন তার নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করা হলে চিকিৎসক উত্তম কুমার রায় তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
২ বছর আগে