ইলেকট্রিক
ডেমরায় ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় একটি বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৯ আগষ্ট) দুপুর দেড়টার সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পড়ুন: রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সংগীত শিল্পীর মৃত্যু
ইমনের স্ত্রী শিল্পী আক্তার জানান, দুপুরের দিকে একটি বাসায় ইমন ইলেকট্রিকের কাজ করতে যায়। ওই বাড়িতে বিদ্যুতের লাইন জোড়া লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার স্বামী আর বেঁচে নেই।
তিনি আরও জানান, আমরা বর্তমানে ডেমরা সারুলিয়া সারুলিয়া এলাকায় থাকি। তার বাড়ি সিলেট জেলার সদর থানার লাকাইদ এলাকায়। সে ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
৯৭ দিন আগে
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
যশোরের চৌগাছায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রি প্রাণ হারিয়েছেন। সোমবার সকালে উপজেলার জগদিশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামের নিজের বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন (২৮) একই গ্রামের শুকুর আলীর ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে রিপন তার নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করা হলে চিকিৎসক উত্তম কুমার রায় তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
১১৯৩ দিন আগে