অজ্ঞাত লাশ
হামাস একটি অজ্ঞাত লাশ ফেরত দিয়েছে, অভিযোগ ইসরায়েলের
যুদ্ধবিরতির চুক্তির আওতায় চলমান বন্দি বিনিময়ের অংশ হিসেবে জিম্মি অবস্থায় মারা যাওয়া চার ইসরায়েলির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইসরায়েল বলেছে, তারা ফরেনসিক বিশ্লেষণ নিশ্চিত করেছে যে, হামাসের কাছ থেকে জিম্মি শিরি বিবাসের লাশ হিসেবে পাওয়া মৃতদেহটি তার নয়। শিরি বিবাসের লাশ তার দুই সন্তান এবং অন্য এক ইসরায়েলির লাশের সঙ্গে হস্তান্তর করার কথা ছিল।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফরেনসিক মেডিসিন শনাক্তকরণ প্রক্রিয়ায় জানা গেছে, লাশটি পরিচিত কোনো জিম্মির নয়। এতে বলা হয়, ‘এটি একটি সাধারণ ও অপরিচিত ব্যক্তির মৃতদেহ।’
আরও পড়ুন: দামেস্কে পা রাখতে পেরে আপ্লুত দুই ইহুদি ধর্মাবলম্বী
হামাস চার জিম্মির মৃতদেহ ফেরত দিতে ব্যর্থ হওয়ার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
বিবাসের দুই ছেলের লাশ শনাক্ত করা হয়েছে। নিহত হওয়ার সময় এরিয়েলের বয়স ছিল চার বছর এবং কাফির বিবাসের বয়স ছিল ১০ মাস।
ইসরায়লি সেনাবাহিনী বলেছে, 'আমাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য এবং শনাক্তকরণ প্রক্রিয়ার ফরেনসিক তথ্যের ভিত্তিতে ২০২৩ সালের নভেম্বরে এরিয়েল ও কাফিরকে বন্দি অবস্থায় সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে।’
কিব্বুটজ নীর ওজের বাড়ি থেকে মায়ের সঙ্গে শিশুদের অপহরণ করা হয়েছিল। তাদের বাবা ইয়ার্ডেন বিবাসকে আলাদাভাবে নেওয়া হলেও ১ ফেব্রুয়ারি যুদ্ধবিরতি চুক্তির আওতায় তাকে মুক্তি দেওয়া হয়।
এ ছাড়া বৃহস্পতিবার সকালে আরেক জিম্মি অবসরপ্রাপ্ত সাংবাদিক ও শান্তি কর্মী ওদেদ লিফশিটজের লাশ শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি: চলতি সপ্তাহে দ্বিতীয় ধাপের আলোচনা
৫৬ দিন আগে
সাতক্ষীরায় মস্তকবিহীন অজ্ঞাত লাশ উদ্ধার
সাতক্ষীরায় মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা বাইপাসের বকচরা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে কোনো পরিচয় জানা যায়নি।
সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের নুরুজ্জামান জানান, সকালে তার মাছের ঘেরের দক্ষিণপাশে বাইপাস সড়কের ওপর তাজা রক্ত ও সেখানে পড়ে থাকা একটি জুতা দেখে পথচারীরা ভিড় জমায়। পরে তারা বাইপাস সড়কের পাশে নেপিয়ার ঘাস বনের পাশের জলাশয়ে একটি মস্তকবিহীন লাশ দেখতে পেলে তাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে এসে সদর থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: সিলেটে তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, লাশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বুধবার ভোরের কোনো এক সময় ব্যক্তিটিকে গলা কেটে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সপার কাজী মনিরুজ্জামান বলেন, ‘পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। আমরা একাধিক ক্লু নিয়ে কাজ শুরু করেছি।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার
সিরাজগঞ্জে মস্তকবিহীন নবজাতকের লাশ উদ্ধার
৯৬১ দিন আগে