পুড়ে
গোপালগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে নারীর মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঘুমিয়ে থাকা অবস্থায় বসত ঘরে আগুন লেগে স্বপ্না দাস নামে এক নারী পুড়ে মারা গেছেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্না ওই গ্রামের রূপ দাসের স্ত্রী।
আরও পড়ুন: মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে
কাশিয়ানী উপজেলার রামদিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলেন স্বপ্না।
ধরণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে ওই ঘরে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্বপ্না আর ঘর থেকে বের হতে পারেননি।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, স্বপ্নার মৃত্যু ছাড়াও এতে অন্তত প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় বাড়িতে ওই নারী ছাড়া আর কেউ ছিলেন না।
আরও পড়ুন: ডেমরায় সুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
কুষ্টিয়ায় আগুনে পুড়ল রেস্তোরাঁ
৯ মাস আগে
চট্টগ্রামে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু
চট্টগ্রাম মহানগরীতে আগুনে পুড়ে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মে) দুপুরে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাছিনা বেগম টুনু (৫৫) ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: মাগুরায় গবাদিপশু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু
জানা যায়, এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ইব্রাহিম নামে এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুরে এক কিলোমিটার এলাকার নজরুল কলোনীতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অসীম জানান, এক কিলোমিটার এলাকায় বসতঘরে আগুন লেগে পুড়ে এক বৃদ্ধ নারী ঝলসে যায়। পরে তাকে আমরা উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু, আহত বাবা
রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
১ বছর আগে
বাগেরহাটে আগুনে ৭ দোকান পুড়ে ছাই
বাগেরহাটের শরণখোলায় এক অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার হাসপাতাল রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শরণখোলা ফায়ার স্টেশনের সাব অফিসার শেখ ফিরোজ আলী জানান, ৯৯৯ থেকে কল পেয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় লোকজনও আগুন নিভানোর কাজে অংশ নেন।
তিনি জানান, আগুনে পাখির দোকান, কাঠের ফার্নিচার, কাপড়ের দোকান এবং ওয়ার্কশপ মিলসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ভস্মীভূত হয়।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২
নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন
হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে
২ বছর আগে