এশিয়া কাপ ২০২২
হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জাদেজা
হাঁটুর ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এশিয়া কাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে বল হাতে কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে ২৯ বলে ৩৫ রান করে জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাদেজা।
জাদেজার জায়গায় বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলকে দলে নেয়া হয়েছে বলে ক্রিকেট বোর্ড জানিয়েছে।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, জাদেজা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।
ভারত ইতোমধ্যে পাকিস্তান ও হংকংকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানও সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করেছে।
পড়ুন: শচীন টেন্ডুলকারের এক শব্দের টুইট ‘ক্রিকেট’
শ্রীলঙ্কার সঙ্গে ফিল্ডিং মিস করার কারণেই আমরা হেরেছি: আকরাম খান
এশিয়া কাপ ২০২২ থেকে বিদায় বাংলাদেশের
২ বছর আগে
শ্রীলঙ্কাকে ১৮৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ৩৯ রান করেন আফিফ হোসেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৬ বলে ৩৮, মাহমুদউল্লাহ রিয়াদ ২২ বলে ২৭ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ৯ বলে অপরাজিত ২৪ রান করেন।
আরও পড়ুন: ৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
লঙ্কানদের হয়ে হাসারাঙ্গা ও করুণারত্নে দুটি করে উইকেট নেন।
এশিয়া কাপের সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করতে হলে আজ দু’দলেরই জয়ের বিকল্প নেই।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন করেছে।
আরও পড়ুন: এশিয়া কাপ: ৭ উইকেটে হারল বাংলাদেশ
গত ম্যাচে খেলা দুই ওপেনার এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন একাদশ থেকে বাদ পড়েছেন। তাদের জায়গায় সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সাত উইকেটে হেরে যাওয়া প্রথম ম্যাচে বিজয় এবং নাইম ওপেনিংয়ে ব্যর্থ হয়েছিলেন।
তিন বছর বিরতির পর টি-টোয়েন্টিতে ফিরছেন সাব্বির।
আরও পড়ুন: আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ
২ বছর আগে