জাল নোট জব্দ
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট জব্দ
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট জব্দ করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জাল নোটগুলো জব্দ করা হয়।
আটকরা হলেন- আরিফ হাওলাদার, ফেরদৌস হাওলাদার, আরিফ হোসেন, মোস্তফা খান ও রফিকুল। তাদের বাড়ি বরিশাল, ঝালকাটি ও সাতক্ষীরা জেলায় বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় জাল নোট তৈরির সরঞ্জাম ও টাকাসহ গ্রেপ্তার ৩
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই পাঁচ যাত্রীর ব্যাগ থেকে ৯২৪টি ১ হাজার ও ৯৫টি ২০০ টাকার জাল নোট জব্দ করা হয়।
আটকরা জাল টাকার মাধ্যমে রংপুর থেকে আলু কেনার পরিকল্পনায় সেখানে যাচ্ছিল বলে জানান পুলিশ সুপার।
৪ সপ্তাহ আগে
কেরানীগঞ্জে জাল নোট জব্দ, গ্রেপ্তার ৩
কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে বিরানব্বই হাজার জাল টাকা জব্দ করা হয়। এসময় জাল টাকা সরবরাহ কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দুপুরে র্যাব-১০ এর গণমাধ্যম শাখার পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মিরাজ সরদার (৩৮), সুমন (৩৫) ও নুর জামাল (৩৪)
আরও পড়ুন:কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এক হাজার টাকা সমমূল্যের ৪৭টি নোট ও পাঁচশত টাকা সমমূল্যের ৯০টি জাল নোটসহ মোট বিরানব্বই হাজার জাল টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা জাল টাকা সরবরাহকারীর দলের সক্রিয় সদস্য। তারা কেরানীগঞ্জের আশেপাশের এলাকায় জাল নোট সরবরাহ করেছে।
শনিবার গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ১৫ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
২ বছর আগে