রেল স্টেশনে
খুলনা রেল স্টেশনে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ জাদুঘর, দর্শনার্থীদের ভিড়
খুলনা মহানগরীর অত্যাধুনিক রেল স্টেশনের উত্তর প্রান্তে ট্রেনের একটি বগিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ জাদুঘরে স্থানীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। জাদুঘরের এই চিত্র প্রর্দশনী উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় লেগেই আছে।
আরও পড়ুন: তরুণ প্রজন্মের পথচলায় বঙ্গবন্ধুর আদর্শ
মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আয়োজনে খুলনা স্টেশনে শনিবার থেকে বঙ্গবন্ধু ভ্রাম্যমান জাদুঘর স্থাপন করা হয়। চলবে আগামী বুধবার পর্যন্ত।
আরও পড়ুন: 'ব্রেভহার্ট': বঙ্গবন্ধুকে গ্যালারি কসমসের শৈল্পিক শ্রদ্ধা নিবেদন
জানা গেছে, রেলের একটি বগির ভেতরে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ২০টিরও বেশি ছবি স্থান পেয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যকাল, বিবাহিত জীবন, মিশনারী স্কুল, রোজ গার্ডেন, ভারতের মহত্মা গান্ধীর সঙ্গে বঙ্গবন্ধু, প্রভাত ফেরীতে মওলানা ভাষানীর সঙ্গে, চশমা, ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের মন্ত্রিসভা, তৎকালীন প্রধানমন্ত্রী একে ফজলুল হকের সঙ্গে, ছয় দফা আন্দোলন, আগরতলা মামলা থেকে মুক্তি, ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের ছবি, ১৯৭২ সালের ১০ জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধির ছবি রয়েছে।
আরও পড়ুন: ‘ব্রেভহার্ট’: বঙ্গবন্ধুর ওপর প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি কসমস
এছাড়া ভ্রাম্যমাণ এই জাদুঘর আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর দৌলতপুরে, ১২ থেকে ১৩ সেপ্টেম্বর নওয়াপাড়া এবং ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর যশোরের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
২ বছর আগে