কমিটি ঘোষণা
জাতীয় দুর্নীতিবিরোধী সমন্বয় পরিষদের ১১ সদস্যের কমিটি ঘোষণা
দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় পরিষদের প্রথম জাতীয় সম্মেলনে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এবং সহ-সভাপতি হিসেবে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথম জাতীয় সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাধারণ সম্পাদক সরওয়ার ওয়াদুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. শাহজাহান সাজু, সদস্য দেওয়ান সুলতান আহমেদ, কাইয়ুম রেজা চৌধুরী, মো. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, কর্নেল ড. প্রকৌশলী আনোয়ার, অধ্যাপক ড. সৈয়দ মো. শামসুদ্দিন ও অ্যাডভোকেট হুমায়ুন কবির।
আরও পড়ুন: নির্বাচন কমিশন ১৬ বছরে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল: সারজিস আলম
৩ সপ্তাহ আগে
চাঁদপুরে যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যকার সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে ইউনিয়নের বহরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন-লোকমান গাজী, মুকসুদ, হাবিব খান, সোবাহান বেপারী, সাদা সুমন খান প্রমুখ।
আরও পড়ুন: হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫
জানা যায়, খবর পেয়ে চাঁদপুর মডেল থানা ও পুরান বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঘটনার পর ইউনিয়ন যুবদলের শত শত বিক্ষুব্ধ নেতাকর্মী ঘোষিত যুবদলের কমিটি বাতিল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন।
তারা অভিযোগ, অর্থের বিনিময়ে এ কমিটি করা হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও নব-ঘোষিত সেক্রেটারি নূর মোহাম্মাদ বেপারী জানান, শুক্রবার বিকালে আমাদের বহুল প্রতিক্ষিত ইউনিয়ন যুবদলের সম্মেলন ছিল। সম্মেলনটি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়ার বাড়িতে হয়। আমাদের সদর থানা বিএনপি এবং যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এতে আমাকে সভাপতি এবং নুরু ইসলাম পাটোয়ারীকে সেক্রেটারি ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, হঠাৎ করে তারা অদৃশ্য কারণে পাঁচ মিনিটের সময় চেয়ে অনুষ্ঠানস্থল থেকে অন্যত্র যান। ফিরে এসে তারা দ্বিতীয় দফায় যে কমিটি ঘোষণা করেন, তাতে আমাকে সেক্রেটারি এবং নুরু ইসলাম পাটোয়ারীকে সভাপতি করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া নিজে আমাদের যুবদলের নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছেন। আমাদের ১০/১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি হয়ে কি করে যুবদলের নেতা-কর্মীদের গায়ে হাত তোলেন। তারা টাকার বিনিময়ে পাঁচ মিনিটের মধ্যে কমিটি পাল্টে দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা এই কমিটি বাতিল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের বহিষ্কারের দাবি করছি।
এ বিষয়ে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নব-ঘোষিত সভাপতি নুরু ইসলাম পাটোয়ারি বলেন, আমি সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমাদের আহ্বায়ক দাদন খানকে বিএনপির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আজকে সাংগঠনিক নিয়মে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাকে সভাপতি এবং সদস্য সচিব নূর মোহাম্মাদ বেপারীকে সাধারণ সস্পাদক করা হয়েছে। কিন্তু নূর মোহাম্মাদ বেপারী হট্টগোল করেন।
তিনি আরও বলেন, তার নেতৃত্বে যে বিশৃঙ্খলা করা হয় তাতে আমরা বিব্রত। আমি সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
১ বছর আগে
স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা
আগামী সাধারণ নির্বাচনের আগে দল ও এর সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর পদক্ষেপের অংশ হিসেবে রবিবার স্বেচ্ছাসেবক দলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কটূক্তি: নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
জিলানী স্বেচ্ছাসেবক দলের ঢাকা দক্ষিণ মহানগর শাখার সাবেক সভাপতি এবং রাজীব বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) সাবেক সভাপতি ছিলেন।
এছাড়া সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীকে সহসভাপতি এবং সাইফুল ইসলাম ফিরোজকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক জেসিডি সভাপতি নাজমুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত: ভোলা থানার ওসিসহ ৩৬ পুলিশের বিরুদ্ধে মামলা
স্বেচ্ছাসেবক দলের ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি ইউনিটের আংশিক কমিটিও ঘোষণা করেছে বিএনপি।
শফিউদ্দিন সেন্টুকে স্বেচ্ছাসেবক দলের ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি, জাকির হোসেনকে সাধারণ সম্পাদক এবং ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে স্বেচ্ছাসেবক দল ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ২০
এছাড়া আনোয়ার হোসেনকে ঢাকা উত্তর সিটি শাখার সভাপতি, আজিজুর রহমান মোসাব্বিরকে সাধারণ সম্পাদক ও ফরিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
২ বছর আগে